কাশ্মীরে পর্যটকদের ওপরে বন্দুক হামলায় অন্তত ২০ জনের মৃত্যু

India Kashmir Attack

Security personnel patrol a deserted market in an armored vehicle the morning after suspected militants indiscriminately opened fire on tourists near Pahalgam, in Indian controlled Kashmir, Wednesday, April 23, 2025. (AP Photo/Dar Yasin) Source: AP / Dar Yasin/AP

ভারত-শাসিত জম্মু কাশ্মীরে মঙ্গলবার এক হামলার ঘটনায় অন্ততপক্ষে ২৮ জন পর্যটকের মৃত্যু হয়েছে বলে খবর। তবে, সরকারিভাবে মৃতের সংখ্যা ২০ বলা হচ্ছে।


মিনি সুইজারল্যান্ড বলে পরিচিত পহেলগাওঁ-এ এই সময় প্রচুর পর্যটক নৈসর্গিক দৃশ্য দেখবেন বলে বেড়াতে যান। একটি রিসোর্টের পাশে তাঁরা যখন ট্রেকিং করছিলেন তখনি এই হামলার ঘটনা ঘটে।

ঘটনার সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফরে ছিলেন। সেখান থেকেই তাঁর নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

ভারতের সব রাজনৈতিক দল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। এদিকে, এই ঘটনা এমন সময়ে হল যখন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স ভারত সফরে রয়েছেন।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায়

Share