থিওডোলাইট যন্ত্রের সাহায্যে স্রেফ পর্যবেক্ষণ এবং নিজস্ব গাণিতিক সমীকরণের মাধ্যমে অসাধ্য সাধন করেছিলেন রাধানাথ সিকদার। পশ্চিমবঙ্গের চন্দননগরে এক ফরাসি কবরস্থানে তাঁর কবর রয়েছে।
কিন্তু কেন রাধানাথ কলকাতার কর্মস্থল ছেড়ে চন্দননগরে থাকতেন এবং অবসরের অনেক আগে তাঁর মৃত্যু নিয়ে বেশ কিছু প্রশ্নের সমাধান মেলে নি।

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা সঠিকভাবে নিরুপণকারী বাঙালি গণিতজ্ঞ রাধানাথ সিকদার কেন কলকাতার কর্মস্থল ছেড়ে চন্দননগরে থাকতেন এবং অবসরের অনেক আগে তাঁর মৃত্যু নিয়ে বেশ কিছু প্রশ্নের সমাধান মেলে নি। Credit: Partha Mukhopadhyay
READ MORE

নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .
আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় ।