“মনের ভেতর শুধু ইচ্ছা থাকাই যথেষ্ট নয়, অ্যাডভেঞ্চারের জন্যে সঠিক পরিকল্পনা থাকাও জরুরি”

Pavel Siddiquee at Annapurna Base Camp

নেপালের অন্নপূর্ণা বেজ ক্যাম্পে বাংলাদেশের পতাকা হাতে পাভেল সিদ্দিকী। Source: Supplied / Pavel Siddiquee

২০২৩ সালের শেষের দিকে অন্নপূর্ণা বেজ ক্যাম্পে গিয়েছিলেন পাভেল সিদ্দিকী। আর সেখানে যাওয়ার আগে সাফল্যের সাথে দ্বিতীয়বারের মত তিনি অংশ নিয়েছিলেন মেলবোর্ন ম্যারাথন দৌড়ে। এসবিএস বাংলার সঙ্গে তিনি কথা বলেছেন তাঁর মানসিক ও শারীরিক প্রস্তুতি ও নিয়মিত শরীরচর্চার গুরুত্ব নিয়ে।


প্রায় পাঁচ বছর আগে অর্থাৎ ২০১৮ সালের শেষ দিকে পাভেল সিদ্দিকী পৌঁছে গিয়েছিলেন মাউন্ট এভারেস্টের বেজ ক্যাম্পে, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পতাকা হাতে। আর গত বছর তিনি তার অভিযানের তালিকায় যুক্ত করেছেন অন্নপূর্ণা বেজ ক্যাম্পের নাম।

তবে অন্নপূর্ণার জন্যে নেপালে যাত্রা করার আগেই তিনি সাফল্যের সাথে অংশগ্রহণ করেছিলেন ২০২৩ সালের অক্টোবর মাসে হওয়া মেলবোর্ন ম্যারাথন দৌড়ে।
Pavel Siddiquee after Melbourne marathon race 2023
পর পর দুই বছর তিনি সফলভাবে মেলবোর্ন ম্যারাথন রেসে অংশগ্রহণ করেন। Source: Supplied / Pavel Siddiquee
২০২২ এর মেলবোর্ন ম্যারাথনের পরে এটি ছিল তার দ্বিতীয়বারের মত সাফল্যের সাথে অংশগ্রহণ।

পাভেল সিদ্দিকী জানালেন, মনের ভেতর তীব্র ইচ্ছা থাকতে হবে, এ কথা সত্যি, কিন্তু তার সাথে সঠিক পরিকল্পনাও থাকতে হবে, তাহলেই এ ধরণের অ্যাডভেঞ্চারের জন্যে নিজেকে প্রস্তুত করা যায়।

উদাহরণ হিসেবে তিনি বলেন, এবারের যাত্রার জন্যেও তিনি এবং তার বন্ধু প্রায় এক বছর আগে থেকে পরিকল্পনা করে নিজেদের প্রস্তুত করেছেন।

প্রস্তুতির এই রুটিনে কেবল নিয়মিত দৌড়নোই ছিল না, বরং বিভিন্ন আবহাওয়ায় দৌড়ানো, বিভিন্ন ধরনের জুতা পরে, অথবা নিঃশ্বাস অভ্যাসের জন্যে ‘মাস্ক’ পরে দৌড়ানো, এরকম বিচিত্র ধরনের কৌশল অবলম্বন করে অনুশীলন করতে হয়েছে তাদেরকে।

এই বছর আবারও মেলবোর্ন ম্যারাথনে অংশ নেয়ার ইচ্ছা রয়েছে পাভেল সিদ্দিকীর, তার জন্যে প্রস্তুতি নেয়া শুরু করবেন শীঘ্রই।

এসবিএস বাংলার সাথে পাভেল সিদ্দিকীর সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন:

আমাদেরকে অনুসরণ করুন

Share