“বাংলাভাষী হওয়াটা মিউজিক সৃষ্টিতে একটা পয়েন্ট অব ডিফরেন্স দিয়েছে আমাকে, আমি সেটা নিয়ে গর্বিত"

DJ Munasib

DJ Munasib Source: Munasib

Get the SBS Audio app

Other ways to listen


Published 31 May 2022 11:32am
Updated 4 July 2022 12:41pm
By Tareq Nurul Hasan
Source: SBS


Share this with family and friends


সিডনির সঙ্গীতাঙ্গনে ডিজে মুনাসিব বেশ অনেক দিন ধরেই একটি সুপরিচিত নাম। বাংলাদেশী বংশোদ্ভূত এই অস্ট্রেলীয় শিল্পী নিজের বাঙালী পরিচয় নিয়ে গর্ব বোধ করেন। আসছে শনিবারে তিনি পারফর্ম করবেন সিডনি অপেরা হাউজে।


ডিজে মুনাসিব একজন ভিজুয়াল আর্টিস্ট। সিডনির একটি মিউজিক রেকর্ড লেবেল ট্যুরিং কোম্পানীতে ডিজিটাল অ্যাডভার্টাইজার হিসেবে কাজ করছেন তিনি।

তবে তাঁর আরেকটি পরিচয় তিনি একজন ডিজে (DJ) বা ডিস্ক জকি। বিভিন্ন লাইভ অনুষ্ঠানে তিনি ডিজে হিসেবে পারফর্ম করেন।
DJ Munasib 2
Munasib Source: Munasib
সেই সাথে তিনি মাসে একবার ‘নোমাড রেডিও’-তে একটি শো পরিচালনা করছেন যার নাম পেয়ারড (Paired)।

অস্ট্রেলীয় সঙ্গীত জগতের বিভিন্ন শিল্পীদের তিনি সেখানে অতিথি হিসেবে নিয়ে আসেন, নতুন দিনের মিউজিক ও মিউজিশিয়ানদের পরিচয় করিয়ে দেন শ্রোতাদের সঙ্গে।

সাউন্ডক্লাউডে গিয়ে তাঁর গান শুনলে বোঝা যায়, নিজের জন্যে মিউজিক সৃষ্টি করতে গিয়ে মুনাসিব প্রাধান্য দেন বৈচিত্র্যকে।

তাঁর সেটেও হিপ হপ, র‍্যাপ বা ট্র্যাপ মিউজিকের আলোর ঝলকানির পরপরই হয়ত শোনা যায় সাউথ-ইস্ট এশিয়ার কোনও গানের সুর।

সঙ্গীতশিল্পী বাবা-মায়ের কাছ থেকেই গান নিয়ে অনুপ্রেরণা পেয়েছেন অল্প বয়সে। হারমোনিয়াম বাজিয়ে গান করতেন, গিয়েছেন স্থানীয় গানের স্কুলেও।
Munasib 3
DJ Munasib Source: Munasib
ইংরেজি গান নিয়ে কাজ করলেও এখনও নিয়মিত বাংলা গান শোনেন মুনাসিব। সেই সব গান থেকে অনুপ্রেরণা নিয়ে নিজের সৃষ্টিতে কাজে লাগান তিনি।

আগামী শনিবার ৪ জুন, সিডনি অপেরা হাউজের একটি লাইভ শো-তে পারফর্ম করবেন মুনাসিব।

গান নিয়ে আরও অনেকদূর যাবার ইচ্ছা তাঁর।

এসবিএস বাংলার সঙ্গে তাঁর সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে ক্লিক করুন উপরের অডিও-প্লেয়ার বাটনে।



Follow SBS Bangla on .

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন:  

আমাদেরকে অনুসরণ করুন 

Share