দেড় দশকেরও বেশি সময় ধরে মেলবোর্নে বসবাস করছেন পাভেল সিদ্দিকী। বন্ধুবান্ধব ও নিকটজনদের কাছে অ্যাডভেঞ্চারপ্রিয় হিসেবে পরিচিতি আছে তাঁর।
চার বছর আগে অর্থাৎ ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে তিনি মাউন্ট এভারেস্টের বেজ ক্যাম্পে গিয়ে উড়িয়েছিলেন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পতাকা। সেই যাত্রা খুব সহজ কিছু ছিল না, এর আগে তাঁকে নিতে হয়েছিল দীর্ঘ শারীরিক ও মানসিক প্রস্তুতি।
হিমালয়ের বেজ ক্যাম্পে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পতাকা হাতে। Credit: Pavel Siddiquee
পাভেল সিদ্দিকী সাফল্যের সাথে পাঁচ ঘন্টা ২৯ মিনিটে ৪২.১৯ কিলোমিটারের এই দৌড় সম্পন্ন করেন।
তিনি জানান, এরকম ইভেন্টগুলোর মাধ্যমে বিভিন্ন দাতব্য প্রয়োজনে আর্থিক অনুদান সংগ্রহের কাজও করা যায়।
ফিটনেসের প্রতি সবসময়েই জোর দেন তিনি। সেই সাথে তিনি সঠিক পরিমাণে ও স্বাস্থ্যকর খাওয়াদাওয়াকে অনেক গুরুত্ব দেন।
তিনি বলেন, শারীরিকভাবে সুস্থ ও সবল থাকাটা তাঁর প্রতিদিনের কাজের বাইরে অন্যান্য সকল কাজ ক্লান্তিহীনভাবে করতে পারা নিশ্চিত করে।

মেলবোর্ন ম্যারাথন ২০২২। Credit: Pavel Siddiquee
তাঁর মতে, বড় কোনো অর্জনের পথে প্রথম পদক্ষেপ হচ্ছে ছোট গন্ডিতে, যেমন নিজের পরিবারের ভেতরে সুপার-হিরো হওয়ার চেষ্টা করা।
সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: