মোনাস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বাংলাদেশি সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটারদের সহযোগিতায় এটি তৈরি করেছেন। ডিজিটাল টুলস ফর ডেফ মেন্টাল হেলথ প্রোজেক্ট নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন মোনাস বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি অনুষদের প্রকল্প প্রধান ও গবেষক ড. তাসদিক হাসান।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .
আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় ।