বাংলাদেশে বধির মানুষের মানসিক স্বাস্থ্য নিয়ে সাইন ব্যাংক চালু, মোনাস বিশ্ববিদ্যালয়ের গবেষকদের উদ্যোগ

Dr. Tasdik Hasan

Dr. Tasdik Hasan's presentation on the project. Credit: IMAM MAHADI OVI

বাংলাদেশের বধির মানুষদের মানসিক স্বাস্থ্য সম্পর্কিত শব্দ প্রকাশের জন্য প্রথম বারের মত একটি সাইন ব্যাংক চালু করা হয়েছে।


মোনাস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বাংলাদেশি সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটারদের সহযোগিতায় এটি তৈরি করেছেন। ডিজিটাল টুলস ফর ডেফ মেন্টাল হেলথ প্রোজেক্ট নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন মোনাস বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি অনুষদের প্রকল্প প্রধান ও গবেষক ড. তাসদিক হাসান।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের 
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন  চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় 

Share