আগামী রমজানের আগেই বাংলাদেশে নির্বাচন চায় জামায়াত

A unique drone show celebrating Pahela Baishak in Dhaka, Bangladesh - 14 Apr 2025

A unique drone show, lights up the sky in front of the National Parliament building in Manik Mia Avenue in the capital this evening , celebrating Pahela Baishakh, the first day of Bengali New Year. (Photo by Sazzad Hossain / SOPA Images/Sipa USA) Source: SIPA USA / Sazzad Hossain / SOPA Images/Sazzad Hossain / SOPA Images/Sipa USA

আগামী রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচন চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী বছরের জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা, ঝড়-ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন নির্বাচন না হওয়ার আশঙ্কা দেখা দেবে। তাই তাঁরা চাইছেন, ওই আশঙ্কার আগেই, আগামী রমজানের আগে নির্বাচনটা হয়ে যাক।


১৬ এপ্রিল ২০২৫, বুধবার রাজধানী ঢাকার গুলশানে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতের আমির। বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও উপস্থিত ছিলেন।

এদিকে, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় নিয়ে বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যে বিএনপি সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক বসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি নির্বাচনের নির্দিষ্ট কোনো ডেডলাইন দেন নি। ডিসেম্বর থেকে জুন, বিএনপি ড. মুহাম্মদ ইউনূসের এ কথায় সন্তুষ্ট নয়। এ বিষয়ে বিএনপির অসন্তুষ্টি প্রকাশ করে মির্জা ফখরুল বলেছেন, তাঁরা স্পষ্ট করেই বলেছেন, ডিসেম্বরের যে কাট অফ টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয়, তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি, সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা কঠিন হবে।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায়

Share

Recommended for you