আসন্ন নির্বাচনে সংসদে জনপ্রতিনিধি নির্বাচিত করতে অস্ট্রেলিয়ানরা শীঘ্রই ভোট দেবেন। কিন্তু অস্ট্রেলিয়ার সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় সমাজকে প্রতিফলিত করার ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থাগুলি খুব ভাল কাজ করে না।
সংসদে বহুসাংস্কৃতিক কণ্ঠস্বরের ক্ষেত্রে এখনও একটি ব্যবধান রয়েছে। অস্ট্রেলিয়ার জনসংখ্যার ২৪ শতাংশ অ-ইউরোপীয় দেশ বা সংস্কৃতি থেকে আসা।
কিন্তু, সংসদে তাদের প্রতিনিধিত্ব মাত্র ৬ শতাংশ।
ফ্লিন্ডার্স ইউনিভার্সিটির গভর্নমেন্ট বিষয়ের লেকচারার ডঃ ইন্তিফার চৌধুরী। তিনি বলেন, কোন দেশ যদি ভাষা ও সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় হয়, তবে রাজনৈতিক প্রতিনিধিত্ব অত্যাবশ্যক।
আফগানিস্তানে জন্মগ্রহণকারী ৩৭ বছর বয়সী জাহিদ সাফরি ২০১৩ সালে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান।
আসন্ন ফেডারেল নির্বাচনের জন্য জাহিদকে লিবারেল পার্টি থেকে ভিক্টোরিয়ার ব্রুসের আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রাক-নির্বাচিত করা হয়েছে।
তিনি বলছেন, আমি ঠিক বর্তমান রাজনীতিবিদদের অনেকের মতো দেখতে না। আমি একজন স্থানীয় ব্যক্তি, নিজ পরিবারকে দেখি, আমি একজন ব্যবসায়ী এবং সমাজের অন্য কারো মতো নিজ পরিবারকে গুরুত্ব দেই এবং আমি এই সম্প্রদায়ের জন্য লড়াই করতে চাই।
মনোজ কুমার ২০০৫ সালে ভারত থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান।
লেবার পার্টিতে যোগদান করে তিনি যথাক্রমে ২০১৩ এবং ২০১৮ সালে ফেডারেল এবং ভিক্টোরিয়ান স্টেট সংসদ উভয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচিত না হওয়া সত্ত্বেও, তিনি ২০১৮ সালে ফরেস্ট হিলের লিবারেল আসনে ৫.৪ শতাংশ সুইং ভোট অর্জন করেছিলেন।
অস্ট্রেলিয়ান মাল্টিকালচারাল অর্গানাইজেশন নেটওয়ার্কের চেয়ারম্যান হিসাবে, তিনি বিভিন্ন সাংস্কৃতিক পটভূমির অনেক লোকের কথা শুনেছেন যারা মনে করেন যে সংসদে প্রতিদ্বন্দ্বিতা করার কোন মানে নেই।
নাগরিকত্ব ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান হিল বলেন যদিও সংসদে সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্ব থাকা উচিত, তবে এটি অর্জনে অনেক সময় বিলম্ব হতে পারে।
তিনি বলছেন, "অনেক সময় শীর্ষ সরকারী ভূমিকা পরিচালনা করার জন্য যোগ্যতা অর্জন এবং এই ধরণের বড় পদ পাওয়ার ক্ষেত্রে নেতাদের যথেষ্ট প্রশিক্ষণ নিতে হয়, যার জন্য কয়েক দশক পর্যন্ত সময় লেগে যেতে পারে।"
এসবিএস এক্সামিনসের এই পর্বে, আমরা বুঝতে চেষ্টা করেছি অস্ট্রেলিয়ার রাজনীতিতে বহুসংস্কৃতির প্রতিফলন না থাকার কারণ কি এবং আমাদের রাজনৈতিক ব্যবস্থায় সমাজের সত্যিকারের চেহারা ফুটে ওঠার কোনও আশা আছে কিনা।
আরও শুনুন
SBS Examines: অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেলের সাক্ষাৎকার
SBS Bangla
01/11/202408:58
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন