‘প্রাসঙ্গিক ভাবনা’য় এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন সিডনি-ভিত্তিক বাংলাদেশী লেখক, সাহিত্যিক ও সাংবাদিক নাইম আবদুল্লাহ।
অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বাংলাদেশী অস্ট্রেলিয়ানদের অংশগ্রহণ সম্পর্কে তিনি বলেন,
“এদেশের মূলধারার রাজনীতির সাথে আমাদের প্রবাসী বাংলাদেশীদের অবশ্যই সম্পৃক্ত হতে হবে বলে আমি মনে করি।”
বাংলাদেশী বংশোদ্ভূত নতুন প্রজন্মের বিভিন্ন সমস্যার কথা অস্ট্রেলিয়ার সংসদে তুলে ধরার জন্য এদেশের রাজনীতিতে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন তিনি।
নাইম আবদুল্লাহ বলেন, বাংলাদেশীরা অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে ইতোমধ্যে অংশ নিয়েছেন এবং স্থানীয়, রাজ্য ও কেন্দ্রীয় পর্যায়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আর, অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাজনীতি টেনে আনার বিষয়ে তিনি বলেন,
“আমরা এটা থেকে বেরিয়ে আসতে পারবো না।”
“দেশের বাইরে থেকেও আমরা দেশের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দেশের রাজনীতিকে আমরা পজিটিভলি দেখতে পারি।”
তার মতে, অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাজনীতি ইতিবাচকভাবে করা উচিত।
প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট না করার গুরুত্ব সম্পর্কেও বলেন নাইম আবদুল্লাহ।
নাইম আবদুল্লাহর সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।