পশ্চিমবঙ্গে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছে আদালত

India: NEET Paper Leak Case Hearing At Supreme Court

নজিরবিহীনভাবে পশ্চিমবঙ্গের প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। (Photo by Sanchit Khanna/Hindustan Times/Sipa USA) Source: SIPA USA / Hindustan Times/Hindustan Times/Sipa USA

ভারতে গত ১০০ বছরে যা হয় নি তা হয়েছে পশ্চিমবঙ্গে। নজিরবিহীনভাবে পশ্চিমবঙ্গের প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।


২০১৬ সালে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া এই শিক্ষকদের মধ্যে একটা বড় অংশ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের প্রচুর টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল বলে অভিযোগ। যার জেরে এখন জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা।

নিয়োগ কমিশন এসএসসি এরপর আদালতে জানায়, যোগ্য-অযোগ্য চাকরি প্রার্থীদের আলাদা করা তাদের পক্ষে সম্ভব নয়। কারণ, পরীক্ষার সব খাতা নষ্ট করে ফেলা হয়েছে। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পুরো দায় চাপিয়েছেন বিরোধী বিজেপি এবং সিপিএম এর ওপরে।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায়

Share