আগামী ৩ মে ২০২৫, শনিবার অস্ট্রেলিয়ায় ফেডারাল নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মাধ্যমে অস্ট্রেলিয়ার ৪৮তম পার্লামেন্ট গঠিত হবে। এতে হাউজ অব রিপ্রেজেন্টেটিভস এর ১৫০টি আসন এবং সিনেটের ৭৬টির মধ্যে ৪০টি আসনের জন্য ভোট গ্রহণ করা হবে।
এবারের নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি লেবার পার্টির নেতৃত্ব দিচ্ছেন এবং দ্বিতীয় মেয়াদের জন্য পুনর্নির্বাচিত হওয়ার চেষ্টা করছেন।
আর, বিরোধী দলীয় নেতা পিটার ডাটন নেতৃত্ব দিচ্ছেন লিবারাল-ন্যাশনাল কোয়ালিশনের এবং সরকারে ফিরে আসার চেষ্টা করছেন।
এই নির্বাচনে ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার শেষ সুযোগ ছিল ৭ এপ্রিল ২০২৫, সোমবার স্থানীয় সময় রাত ৮টা পর্যন্ত।
নির্বাচনের দিন, আগামী ৩ মে ২০২৫, শনিবার, অস্ট্রেলিয়ার বিভিন্ন ভোটকেন্দ্রে নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে ভোট প্রদান করা যাবে। অস্ট্রেলিয়ার বাইরে অবস্থানকারীরা ডাকযোগে, কিংবা অস্ট্রেলিয়ান দূতাবাস বা হাইকমিশনের মাধ্যমে ভোট দিতে পারবেন।
এছাড়া, প্রয়োজনে আগাম ভোট প্রদান করার সুযোগও থাকছে।
সাম্প্রতিক জরিপগুলোর তথ্য অনুযায়ী, ক্ষমতাসীন লেবার পার্টি ও বিরোধী কোয়ালিশনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ করা যাচ্ছে। চূড়ান্ত ফলাফল নির্ভর করবে নির্বাচনে ভোটারদের সিদ্ধান্তের ওপরে।
অস্ট্রেলিয়ার বাংলাভাষী ভোটাররা এই নির্বাচন নিয়ে কী ভাবছেন?
২০২১ সালের সর্বশেষ সেনসাস রিপোর্ট অনুসারে, অস্ট্রেলিয়ায় বাংলাভাষী জনগোষ্ঠীর সংখ্যা ৭০ হাজারের ওপরে। বাংলাভাষী অধ্যুষিত সাবার্বগুলোর মধ্যে বাংলাভাষীদের সংখ্যার দিক দিয়ে শীর্ষে রয়েছে সিডনির লাকেম্বা। রিপোর্ট অনুসারে, সেখানে বাস করেন তিন হাজারেরও বেশি বাংলাভাষী।
এবারের ফেডারাল নির্বাচন নিয়ে বাংলাভাষীরা কী ভাবছেন, এ নিয়ে কথা বলতে সম্প্রতি লাকেম্বায় গিয়েছিলাম। এসবিএস বাংলার সঙ্গে সেখানে কথা বলেছেন সর্বজনাব হারূন-উর-রশীদ, বিপ্লব, সালাহউদ্দিন, মোহাম্মদ শাহীন, শফিক চৌধুরী, তোফায়েল আহমদ চৌধুরী, মশিউর রহমান তুহিন এবং মোহাম্মদ জাহাঙ্গির আলম।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
READ MORE

নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .
আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় ।