SBS Examines: কে ডান? কে বাম? ধর্মবিশ্বাস এবারের নির্বাচনে কী ভূমিকা রাখবে?

Untitled design (2).png

How much of an impact will religion have in the outcome of the 2025 federal election? SBS Examines investigates.

আসন্ন ফেডারেল নির্বাচনে ভোটারদের ধর্মবিশ্বাস কীভাবে ভূমিকা রাখতে পারে?


অস্ট্রেলিয়ার সংবিধানে চার্চ ও রাষ্ট্রের ভিন্নতার কথা বলা আছে।

কিন্তু তার মানে এই নয় যে, সারা দেশের মানুষের ভিন্ন ভিন্ন ধর্মীয় বিশ্বাস তাদের ভোট দেওয়ার সিদ্ধান্তে কোনো প্রভাব রাখবে না।

২০২১ সালের সেনসাস অনুসারে অস্ট্রেলিয়া ধর্মীয়ভাবে বৈচিত্র্যময় একটি দেশ, যাদের মধ্যে সর্বাধিক জনপ্রিয় খ্রিস্টান, ইসলাম, হিন্দু ধর্ম এবং বৌদ্ধধর্ম।

কিন্তু ‘নো রিলিজন’ বা 'ধর্মহীন' হিসেবে চিহ্নিত মানুষের সংখ্যাও ক্রমাগত বাড়ছে।
তবে অনেকেই কেবল ধর্ম নয়, অন্যান্য আরও অনেক বিষয় দ্বারাও প্রভাবিত হতে পারে।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Share