কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জনের মৃত্যু

Fire breaks out at a hotel in Kolkata

epa12064948 Indian firefighters work to extinguish a fire that broke out at Rituraj Hotel in central Kolkata, India. At least 14 people were killed and several people were rescued in a fire at a hotel in central Kolkata, police said. EPA/PIYAL ADHIKARY Source: EPA / PIYAL ADHIKARY/EPA

মধ্য কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে; যার মধ্যে দু’জন শিশুসহ একজন মহিলা রয়েছেন। বড়বাজার এলাকার বহুতল ঋতুরাজ হোটেলে গত ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার স্থানীয় সময় রাত সোয়া আটটার দিকে আগুন লাগে।


রাতের অন্ধকারে আগুনের ধোঁয়ায় প্রাণ বাঁচাতে বহুতল ভবন থেকে ঝাঁপ দেওয়ায় আবাসিক একজনের মৃত্যু হয়েছে।

পুলিশের বক্তব্য, দাহ্য পদার্থে ভর্তি ঐ হোটেলে অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল না। উল্টো বেআইনিভাবে একটি ডান্স বার এবং পানশালা তৈরি করা হচ্ছিলো।

সেক্ষেত্রে, প্রশাসনের নাকের ডগায় কী করে তা হল, তা জানতে চাওয়া হলে কলকাতার মেয়র উল্টো সম্প্রতি ভারতের কাশ্মীরে হামলার ঘটনায় মৃত্যু প্রসঙ্গের উদাহরণ টেনেছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি ড. দ্রৌপদী মুর্মু, বিরোধীদল-নেতা রাহুল গান্ধী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় দুঃখ এবং সহানুভূতি প্রকাশ করেছেন।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায়

Share