সুন্দরবনের পুরো এলাকা ড্রোন দিয়ে মনিটর করা হচ্ছে। গত শনিবার সকালে লাগা ওই আগুনে কমপক্ষে পাঁচ একরের বন ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার আগুন লাগার স্থানটি হচ্ছে বনের আমুরবুনিয়া টহল ফাঁড়িসংলগ্ন লতিফের ছিলা এলাকা।
বন বিভাগের কর্মকর্তারা জানান, স্থানটি জনবসতির শেষ প্রান্তে এবং সংরক্ষিত বন এলাকার দু-তিন কিলোমিটার ভেতরে।
সাম্প্রতিক বছরগুলোতে এ বনে প্রায় প্রতিবছরই আগুনের ঘটনা ঘটছে। ১৯৭০ সাল থেকে এ পর্যন্ত ৫৪ বছরে অন্তত ৪০ বার আগুন লাগার ঘটনা ঘটেছে।
এ বিষয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন খুলনার সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ নন্দী।
সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস সাউথ এশিয়ান-এ আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।