আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪৩তম সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য নিদর্শন সুন্দরবনকে বিপন্ন বিশ্ব ঐতিহ্যের তালিকায় রাখা হবে না।
ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি এর আগে বাংলাদেশের সুন্দরবনকে বিপন্ন বিশ্ব ঐতিহ্যের তালিকার অন্তর্ভুক্ত করেছিল। ১৯৯৭ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয় সুন্দরবন।বাংলাদেশের পক্ষে এই প্রস্তাবটি উপস্থাপন করে কিউবা, বসনিয়া ও হার্জেগোভিনা এবং চীন। এরপর আজারবাইজান, ব্রাজিল, ইন্দোনেশিয়া, কুয়েত, তিউনিসিয়া ও ভারতসহ ১৫টি সদস্য রাষ্ট্র সরাসরি এ সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য প্রদান করে।
Tigers of Sundarbans. Source: Ministry of Tourism West Bengal
সুন্দরবন সংরক্ষণে বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপ প্রশংসিত হয় ২১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে। এতে সিদ্ধান্ত হয় যে, এ বছর বাংলাদেশ সরকার ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানাবে এবং আগামী বছর ২০২০ এর ফেব্রুয়ারির মধ্যে হালনাগাদ তথ্য সংবলিত প্রতিবেদন দাখিল করবে।
ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪৩তম সভা আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হচ্ছে। ৩০ জুন এটি শুরু হয়েছে এবং আগামী ১০ জুলাই পর্যন্ত এটি চলবে।