SBS Examines: কীভাবে লবিং ও বড় বড় অনুদান অস্ট্রেলিয়ার রাজনীতিকে প্রভাবিত করে

BigMoneyLobby Hero Pic.png

Former parliamentarians are taking on new roles as lobbyists. Source: AAP, Getty

বিশেষজ্ঞরা বলছেন, স্বচ্ছতা না থাকায় অস্ট্রেলিয়ান জনগণ সরকার ব্যবস্থার সব স্তরে চলমান “অপ্রত্যাশিত প্রভাবের” বিষয়টি অজ্ঞাতই থেকে যান।


ফেব্রুয়ারি মাসে ফেডারেল নির্বাচনের অর্থায়ন ও প্রকাশনীতি নিয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, তবে এই পরিবর্তনগুলো ২০২৬ সালের আগে কার্যকর হবে না।

এই নিয়ম পরিবর্তনের মূল উদ্দেশ্য ছিল দাতাদের প্রভাব কমানো, কারণ ২০২২ সালের ফেডারেল নির্বাচনে অস্ট্রেলিয়ার রাজনৈতিক দলগুলো মোট ৪১৮ মিলিয়ন ডলার ব্যয় করেছিল।

কিন্তু ‘বড় অঙ্কের অর্থ’ নানা উপায়ে অস্ট্রেলিয়ান রাজনীতিকে প্রভাবিত করতে পারে, এবং এতে অনেক বিশেষজ্ঞ উদ্বিগ্ন।

SBS Examines-এর এই পর্বে প্রশ্ন তোলা হয়েছে: কীভাবে লবিস্ট এবং দাতারা নির্বাচনে প্রভাব ফেলেন, এবং এর প্রভাব অস্ট্রেলিয়ার গণতন্ত্রের ওপর কেমন?

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন

এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের 

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন 

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন 
চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় 




Share