ফেব্রুয়ারি মাসে ফেডারেল নির্বাচনের অর্থায়ন ও প্রকাশনীতি নিয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, তবে এই পরিবর্তনগুলো ২০২৬ সালের আগে কার্যকর হবে না।
এই নিয়ম পরিবর্তনের মূল উদ্দেশ্য ছিল দাতাদের প্রভাব কমানো, কারণ ২০২২ সালের ফেডারেল নির্বাচনে অস্ট্রেলিয়ার রাজনৈতিক দলগুলো মোট ৪১৮ মিলিয়ন ডলার ব্যয় করেছিল।
কিন্তু ‘বড় অঙ্কের অর্থ’ নানা উপায়ে অস্ট্রেলিয়ান রাজনীতিকে প্রভাবিত করতে পারে, এবং এতে অনেক বিশেষজ্ঞ উদ্বিগ্ন।
SBS Examines-এর এই পর্বে প্রশ্ন তোলা হয়েছে: কীভাবে লবিস্ট এবং দাতারা নির্বাচনে প্রভাব ফেলেন, এবং এর প্রভাব অস্ট্রেলিয়ার গণতন্ত্রের ওপর কেমন?
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন
আরও দেখুন

নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন