অনেকে আশা করেছিলেন একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং নির্বাচনের রাতে গণনাও হবে জটিল।
কিন্তু বাস্তবে তা হয়নি।
অ্যান্থনি আলবেনিজি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে থাকছেন।
তিনি বলছেন, "আপনাদের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করতে পারা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। বিনয়ের সঙ্গে এবং গভীর দায়িত্ববোধ নিয়ে আজকের রাতে প্রথমেই আমি অস্ট্রেলিয়ার জনগণকে ধন্যবাদ জানাতে চাই, বিশ্বের সেরা দেশটির সেবা করার সুযোগ দেওয়ার জন্য।"
লেবার পার্টি ২০২৫ সালের ফেডারেল নির্বাচনে জয়ী হয়েছে, দেশজুড়ে ন্যাশনাল - লিবারেল জোটের বিরুদ্ধে বড় ধরনের ভোট পরিবর্তনের মাধ্যমে।
স্ত্রী কিরিলি এবং তিন সন্তান হ্যারি, টম ও রেবেকাকে সঙ্গে নিয়ে বিরোধীদলীয় নেতা পিটার ডাটন পরাজয় মেনে নিয়েছেন।
তিনি বলছেন, "এই প্রচারাভিযানে আমরা যথেষ্ট ভালো করতে পারিনি — এটা আজ রাতেই স্পষ্ট হয়ে গেছে, এবং আমি তার পূর্ণ দায়িত্ব নিচ্ছি। আগেই আমি প্রধানমন্ত্রীকে ফোন করে আজকের সফলতার জন্য অভিনন্দন জানিয়েছি। এটি লেবার পার্টির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত, এবং আমরা তা স্বীকার করছি।"
পিটার ডাটন তার ডিকসন আসন হারিয়েছেন লেবার পার্টির প্রার্থী আলি ফ্রান্সের কাছে। গতবার ১.৭ শতাংশের অল্প ব্যবধানে জিতেছিলেন ডাটন।
"অ্যাকসেন্ট রিসার্চ"-এর প্রধান শন র্যাটক্লিফ বলেন, বিরোধীদলীয় নেতার দেশজুড়ে প্রচারের দায়িত্ব তার নিজ আসনে ভোটে প্রভাব ফেলছে বলে মনে হতে পারে।
জয়ের পর মি. আলবেনিজি তাঁর প্রতিপক্ষকে ধন্যবাদ জানান।
পুরো প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন
আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায়