সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি প্রাইমারি স্কুল ও একটি হাই স্কুলে তিন জন শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় স্কুল দুটি নিবিড়ভাবে পরিষ্কার করার জন্য বন্ধ করা হয়েছে।
বনিরিগ হাই স্কুল এবং গ্রিনওয়ে পার্ক প্রাইমারি স্কুল আজ মঙ্গলবার বন্ধ করা হয়েছে। তারা এখন কন্টাক্ট ট্রেসিং করবে। আর, শিক্ষার্থীদেরকে সেল্ফ-আইসোলেশনে যেতে বলা হয়েছে।
সোমবার রাতে বনিরিগ হাই স্কুলের ওয়েবসাইটে বলা হয়েছে, “আগামীকাল থেকে সকল শিক্ষার্থী হোম লার্নিং করবে।”
মঙ্গলবার বনিরিগ হাই স্কুল বন্ধ করা হয়েছে কন্টাক্ট ট্রেসিং এবং ডিপ ক্লিনিং করার জন্য। পোস্টটিতে বলা হয়েছে,
“সকল শিক্ষার্থী ও কর্মীকে বলা হচ্ছে, কন্টাক্ট ট্রেসিং করার সময়ে সেল্ফ-আইসোলেট করার জন্য।”
দু’জন শিক্ষার্থী কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর গ্রিনওয়ে পার্ক পাবলিক স্কুল বলছে, মঙ্গলবার শিক্ষার্থীরা হোম লার্নিং করবে।
স্কুল কবে নাগাদ পুনরায় খোলা হবে সে বিষয়ে আজ মঙ্গলবার জানানোর কথা।
নিউ সাউথ ওয়েলস এডুকেশন ডিপার্টমেন্টকে নিউ সাউথ ওয়েলস হেলথ বলেছে যে, বনিরিগ হাই স্কুলের একজন শিক্ষার্থী এবং গ্রিনওয়ে পার্ক পাবলিক স্কুলের দু’জন শিক্ষার্থীর কোভিড-১৯ টেস্ট রেজাল্ট পজিটিভ হয়েছে।
এই স্কুলগুলোর সঙ্গে সংশ্লিষ্ট যে-সব ব্যক্তি অসুস্থ বোধ করছেন কিংবা যাদের শ্বাস-প্রশ্বাস সংক্রান্ত উপসর্গ দেখা দিয়েছে, তাদেরকে কোভিড-১৯ পরীক্ষা করানোর অনুরোধ করেছে নিউ সাউথ ওয়েলস হেলথ।
সোমবার রাত ৮:০০ পিএম পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় নিউ সাউথ ওয়েলসে ১২,৮৭৬ টি টেস্টের মাধ্যমে ১২ টি নতুন কোভিড-১৯ কেস সনাক্ত করা হয়েছে। এদের একজনকে হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। সবগুলো কেসেরই কারণ জানা গেছে।
নিউ সাউথ ওয়েলসের ছয় জন কোভিড-১৯ রোগীকে ইনটেনসিভ কেয়ারে রাখা হয়েছে এবং পাঁচ জনকে ভেন্টিলেটরে রাখা হয়েছে।
অসুস্থ তিন জন শিক্ষার্থীর মধ্যে দু’জনকে মঙ্গলবারের আক্রান্তের সংখ্যার মাঝে ধরা হয়েছে।
এদিকে, নিউ সাউথ ওয়েলস-এর প্রিমিয়ার গ্লাডিস বেরেজিক্লিয়ান সতর্ক করে বলেন, ভিক্টোরিয়ার সঙ্গে সীমান্ত-নিষেধাজ্ঞাগুলো আরও কঠোর করতে পারে নিউ সাউথ ওয়েলস।
সোমবার তিনি বলেন,
“আমাদের যদি আরও কিছু করতে হয়, আমরা তা করবো।”
নিউ সাউথ ওয়েলসে সোমবার সনাক্ত করা নতুন করোনাভাইরাস কেসগুলোর মধ্যে চার জন বিদেশ কিংবা ভিক্টোরিয়া থেকে ভ্রমণ করে এসেছেন। এক জনের সংক্রমণের কারণ জানা যায় নি।
সোমবার ঘোষিত কেসগুলোর মধ্যে চার জনের মধ্যে রয়েছেন ৫২ বছর বয়সী এক নারী, তার ছেলে, ছেলের বৌ এবং তাদের সন্তান। এই পরিবারটি সম্প্রতি মেলবোর্ন থেকে রিভারিনা রিজিওনের ওয়াগা ওয়াগাতে ফিরে আসে এবং নিয়ম অনুসারে সেল্ফ-আইসোলেশনে যায়।
উচ্চ ঝুঁকিপূর্ণ পরিস্থিতিগুলোতে জনগণকে মাস্ক পরিধান করার জন্য জোরালো পরামর্শ দিয়েছে নিউ সাউথ ওয়েলস সরকার।
মিজ বেরেজিক্লিয়ান যেভাবে বলেছেন, রাজ্যটি এখন সঙ্কটময় পরিস্থিতির দিকে যাচ্ছে। প্রিমিয়ার স্বয়ং বলেছেন, তিনি এখন নিজের সঙ্গে সবসময় মাস্ক রাখেন। জনগণের সঙ্গে সরাসরি যারা কাজ করেন, প্রার্থনাকারীরা এবং সংক্রমণ-প্রবণ স্থানগুলোর বাসিন্দাদেরকে তিনি ফেস মাস্ক পরিধান করার আহ্বান জানিয়েছেন।
তবে, নিউ সাউথ ওয়েলসে এখনও মাস্ক পরিধান করা বাধ্যতামূলক করা হয় নি।
নিউ সাউথ ওয়েলস হেলথ মঙ্গলবার বলেছে, থাই রক ওয়েদারিল পার্ক ক্লাস্টারের সংখ্যা এখন ১০৩ এ উপনীত হয়েছে। আর, ইনার সিডনির পটস পয়েন্ট ক্লাস্টারের সংখ্যা ২৮।
নিউ সাউথ ওয়েলস চিফ হেলথ অফিসার ড. কেরি চ্যান্ট এক বিবৃতিতে বলেন,
“এটি পুনরাবৃত্তি করা জরুরি যে, গত সপ্তাহের বেশিরভাগ কেস যেখানে স্থানীয় ক্লাস্টারগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ছিল এবং জানা কেসগুলোর ঘনিষ্ঠ কন্টাক্টগুলোর সঙ্গে সম্পর্কিত ছিল, তবে কোনো কোনো কেস এগুলোর সঙ্গে সম্পর্কিত ছিল না, যা সংক্রমণের অজানা শৃঙ্খলের প্রতি ইঙ্গিত করে।”
অস্ট্রেলিয়ার জনগণকে অবশ্যই পরস্পরের মাঝে কমপক্ষে ১.৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। জন-সমাগমের সীমা সম্পর্কে জানতে আপনার রাজ্যের নিষেধাজ্ঞাগুলো দেখুন।
আপনার মাঝে যদি সর্দি-কাশির (কোল্ড কিংবা ফ্লু) লক্ষণ দেখা দেয়, তাহলে ঘরে অবস্থান করুন এবং আপনার ডাক্তারকে কল করে কিংবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন, 1800 020 080 নম্বরে কল করে টেস্টের ব্যবস্থা করুন।
Source: SBS
আপনার যদি শ্বাস-কষ্ট কিংবা মেডিকেল ইমার্জেন্সি দেখা দেয়, তাহলে 000 নম্বরে কল করুন।
৬৩ টি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: .বাংলায় করোনাভাইরাস (কোভিড-১৯) বিষয়ক আমাদের সর্বশেষ আপডেটের জন্য ভিজিট করুন:
Source: SBS