কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধে ফেয়ার ওয়ার্ক কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, ক্যাজুয়াল এজড কেয়ার কর্মীরা পেইড প্যানডেমিক লিভ পাওয়ার উপযুক্ত হবেন।
বুধবার থেকে কার্যকর করা হবে এই সিদ্ধান্ত। আগামী তিন মাসের জন্য এটি জারি থাকবে। গত সোমবার কমিশনের একটি রুলিং-এ এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
ভিক্টোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সম্প্রতি মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে অনেকেই এজড কেয়ার সেন্টারগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। এ কারণে ফেয়ার ওয়ার্ক কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।কমিশনের রুলিং-এ বলা হয়েছে,
Medical staff are seen preparing to transport people from the St Basils Home for the Aged Care in Fawkner, Victoria. Source: AAP
“সত্যিকারের একটি ঝুঁকি রয়েছে যে, যে-সব কর্মীর লিভ এনটাইটলমেন্ট নেই, তারা হয়তো বা কোভিড-১৯ উপসর্গ দেখা দিলেও তা গোপন করবেন এবং আর্থিক প্রয়োজন মেটাতে কাজে যেতে চাইবেন। কারণ, উপসর্গের কথা প্রকাশ করলে তাদেরকে সেল্ফ-আইসোলেশনে যেতে হবে।”
“সংক্রমণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এর বড় ভূমিকা রয়েছে।”
“পেইড প্যানডেমিক এনটাইটলমেন্টর পেছনে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”
প্রাইভেট এজড কেয়ার রেসিডেন্সগুলোতে এখন ৭৬৪ টি সক্রিয় কেস রয়েছে।
মঙ্গলবার চিফ হেলথ অফিসার ব্রেট সাটন বলেন, আরডির এর এসটিয়া হেলথ এজড কেয়ার-এ ৮৮ টি কেস, ফকনারের বাসিল’স হোমস ফর দি এজড-এ ৮৬ টি এবং এপিং গার্ডেনস এর সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে ৮২ টি কেস।
প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেন, রাজ্যটিতে করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গের পেছনে “বড় নিয়ামক” হিসেবে ভূমিকা রেখেছেন সেই সব ব্যক্তিরা, যারা অসুস্থ হয়েও কাজে গিয়েছেন এবং এদের মধ্যে এজড কেয়ার কর্মীরাও রয়েছেন।
তবে ইউনিয়নগুলো বলছে, অনেকেই আছেন যাদের কাজে না গিয়ে কোনো উপায় নেই।অস্ট্রেলিয়ান কাউন্সিল অফ ট্রেড ইউনিয়ন্স সেক্রেটারি স্যালি ম্যাকমানাস বলেন, এই সিদ্ধান্তটি যথেষ্ট নয়। এক বিবৃতিতে তিনি বলেন,
Medical staff outside St Basil’s Home for the Aged Care in Fawkner, which has had an outbreak of COVID-19, Melbourne, Saturday, July 25, 2020. Source: AAP
“আমরা এই সিদ্ধান্তটিকে স্বাগত জানাই। তবে, এটি এখনও ক্যাজুয়াল কর্মীদের জন্য, যারা অনিয়মিত কাজ করেন, তাদের জন্য সহায়ক হবে না।”
“এই সিদ্ধান্তের ফলে এটা বোঝা যাচ্ছে যে, পেইড প্যানডেমিক লিভ-এর প্রয়োজন রয়েছে এবং যেখানে অর্থনীতি সংগ্রাম করছে সেখানে এটি সরকারি অর্থায়নের মাধ্যমে হতে হবে, সকল কর্মীর জন্য; যেন কোনো কর্মীই তার বিল পরিশোধ করার জন্য অসুস্থতা নিয়ে কাজে যেতে বাধ্য না হন।”যে-সব কর্মী কোভিড-১৯ টেস্ট করার পর কাজে যেতে পারছেন না, তাদেরকে ৩০০ ডলার করে প্রদান করছে ভিক্টোরিয়া সরকার।
Signage for the Hawthorn Grange aged care facility Source: AAP
আর, টেস্ট রেজাল্ট যদি পজিটিভ হয়, তাহলে তাদের জন্য রয়েছে আরও ১৫০০ ডলার হার্ডশিপ পেমেন্ট।
ফেয়ার ওয়ার্ক কমিশন বলছে:
- কর্মীদের মাঝে কোভিড-১৯ এর লক্ষণ দেখা গেলে কিংবা সন্দেহভাজন কোনো কেসের সংস্পর্শে তারা এলে তাদেরকে তাদের নিয়োগদাতা কিংবা কোনো সরকারি মেডিকেল কর্তৃপক্ষ কিংবা কোনো মেডিকেল প্র্যাকটিশনার যদি সেল্ফ-আইসোলেশনে যেতে বলেন, তাহলে তারা প্যানডেমিক লিভ পাওয়ার উপযুক্ত হবেন।
- সেল্ফ আইসোলেশনের জন্য প্রতিবার দুই সপ্তাহ পর্যন্ত সবেতন ছুটি প্রদান করা হবে।
- সেল্ফ-আইসোলেশনের সময়ে যারা ঘরে থেকে কিংবা দূরে থেকে কাজ করতে সক্ষম হবেন, তাদেরকে এটি প্রদান করা হবে না।
মেট্রোপলিটন মেলবোর্নের বাসিন্দাদেরকে ঘরে অবস্থান করার নির্দেশ অনুসরণ করতে হবে। শুধুমাত্র অপরিহার্য কাজ, পড়াশোনা, ব্যায়াম কিংবা সেবা করার জন্য ঘরের বাইরে যাওয়া যাবে। জনগণের মাঝে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।
অস্ট্রেলিয়ার জনগণকে অবশ্যই পরস্পরের মাঝে কমপক্ষে ১.৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। ।
আপনার মাঝে যদি সর্দি-কাশির (কোল্ড কিংবা ফ্লু) লক্ষণ দেখা দেয়, তাহলে ঘরে অবস্থান করুন এবং আপনার ডাক্তারকে কল করে কিংবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন, 1800 020 080 নম্বরে কল করে টেস্টের ব্যবস্থা করুন।
বাংলায় করোনাভাইরাস (কোভিড-১৯) বিষয়ক আমাদের সর্বশেষ আপডেটের জন্য ভিজিট করুন: