Breaking

ভিক্টোরিয়ায় এক দিনে ৬ জনের মৃত্যু, রেকর্ড-সংখ্যক ৫৩২ জন আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছয় জন ভিক্টোরিয়ানের মৃত্যু হয়েছে। প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেন, রাজ্যটিতে এক দিনে রেকর্ড-সংখ্যক ৫৩২ টি নতুন সংক্রমণ ঘটেছে।

Victorian Premier Daniel Andrews

Victorian Premier Daniel Andrews stressed the importance of complying with public health restrictions. Source: AAP

আজ সোমবার সকাল পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ভিক্টোরিয়ায় রেকর্ড-সংখ্যক সর্বোচ্চ ৫৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেন, করোনা-আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। আর, ইনটেনসিভ কেয়ারে রয়েছেন আরও ৪৪ জন।

সোমবার মিস্টার অ্যান্ড্রুজ বলেন,

“প্রত্যেক ভিক্টোরিয়ানের প্রতি আজকের মূল বার্তা হলো, তারা যেখানেই থাকুক না কেন, যেখানেই কাজ করুক না কেন, সোজা কথায়, আপনার যদি উপসর্গ দেখা দেয়, আপনি কাজে যেতে পারবেন না।”

“আপনি যদি মৃদুভাবেও অসুস্থ বোধ করেন, আপনি কাজে যেতে পারবেন না। আপনাকে এগিয়ে আসতে হবে এবং পরীক্ষা করাতে হবে।”
সোমবার মিস্টার অ্যান্ড্রুজ জোর দেন যে, লোকজন যদি করোনাভাইরাসের উপসর্গ দেখতে পায়, তাহলে তাদের কাজে যাওয়া পরিহার করতে হবে।

তিনি বলেন,

“অসুস্থ লোকেরা যদি কাজে যায়, তাহলে যা ঘটবে তা হলো তারা অন্যদেরকেও সংক্রমিত করবে এবং এর ফলে মানুষ মারা যাবে।”

চিফ হেলথ অফিসার ব্রেট সাটন বলেন, ভিক্টোরিয়ার এজড কেয়ার সেক্টরের সঙ্গে সম্পর্কিত অনেকেই সংক্রমিত হয়েছেন।

“এজড কেয়ারে প্রাদূর্ভাবের ঘটনা পুরোপুরিভাবেই কমিউনিটি ট্রান্সমিশনের ফল। তবে, এর সঙ্গে সম্পর্কযুক্ত পরিবারগুলোর জন্য এটি দুঃখজনক ঘটনা।”
এক দিনে সর্বোচ্চ সংক্রমণের ক্ষেত্রে ভিক্টোরিয়ায় এর আগের রেকর্ড ছিল ২২ জুলাইয়ে, ৪৮৪ জন।

স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ভিক্টোরিয়ায় বর্তমানে করোনাভাইরাস ‘দৃঢ়ভাবে আসন গেড়েছে’ এবং এটি নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগবে।

ডেপুটি চিফ মেডিকেল অফিসার নিক কোটসওয়ার্থ বলেন, মেলবোর্নে তিন সপ্তাহ এবং মিচেল শায়ারে ছয় সপ্তাহের লকডাউনের পর, আশা করা হয়েছিল এখন কেস সংখ্যা কমে আসবে। সোমবার তিনি বলেন,

“ভিক্টোরিয়ায় কমিউনিটিগুলোর মাঝে ভাইরাসটি গভীরভাবে স্থান করে নিয়েছে।”

“আমরা জানি, সেসব লকডাউন এলাকাগুলোতে ভিক্টোরিয়ানরা অনেক কম মেলামেশা করছেন। চলাচলের তথ্য থেকে দেখা যাচ্ছে প্রথম তরঙ্গের সময়ে আমরা যেখানে ছিলাম আমরা এখন প্রায় সেখানেই। তখন সংক্রমণের হার কমে যাওয়া শুরু হয়েছিল।”

“ তবে, আশার কথা হলো, সেই সংখ্যাগুলো গভীর উদ্বেগের কারণ হলেও, এটি দিনে ৩৫০ থেকে ৪৫০ এর মাঝে থাকছে এবং সুনিশ্চিতভাবে আমরা এটিকে সপ্তাহে দ্বিগুণ হতে দেখছি না। এটি অবশ্যই ভাল দিক।”
ভিক্টোরিয়ায় রবিবারে নতুন আরও ৪৫৯ জনের আক্রান্ত হয়েছেন আর, ৪২ জনকে ইনটেন্সিভ কেয়ারে রাখা হয়েছে।

সেখানে ১০ ব্যক্তির মৃত্যু হয়েছে, যা করোনা-আক্রান্ত হয়ে একদিনে মৃত্যুর ক্ষেত্রে অস্ট্রেলিয়ায় রেকর্ড। এদের মধ্যে ৭ জন এজড কেয়ার সেন্টারের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। ফেডারাল এবং ভিক্টোরিয়া সরকার রাজ্যটিতে একটি এজড কেয়ার রেসপন্স সেন্টার প্রতিষ্ঠা করছে।

এছাড়া, রবিবার শুধুমাত্র নিউ সাউথ ওয়েলস এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্যেই নতুন সংক্রমণের ঘটনা জানা গেছে।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় নতুন দু’জন আক্রান্ত হয়েছেন। তাদেরকে হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

প্রিমিয়ার মার্ক ম্যাকগোয়ান রাজ্যটির জন্য আরও ২.৭ বিলিয়ন ডলারের কর্মসংস্থানের এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি প্যাকেজের ঘোষণা দিয়েছেন। করোনাভাইরাসের এই বৈশ্বিক মহামারী শুরু হওয়ার সময়ে প্রায় ২.৮ বিলিয়ন ডলারের প্রণোদনার কথাও ঘোষণা করা হয়েছিল।

নিউ সাউথ ওয়েলসে ১৪ টি নতুন কেসের কথাজানা গেছে। এদের মধ্যে ছয় জনই থাই রক রেস্টুরেন্টে সংক্রমণের ঘটনার সঙ্গে সম্পর্কিত। ওয়েদারিল পার্কের সেই ক্লাস্টারের সঙ্গে সংশ্লিষ্ট ৬৭ টি সংক্রমণের ঘটনা এ পর্যন্ত জানা গেছে।

সিডনিতে ব্লাক লাইভস ম্যাটার র‌্যালির যে পরিকল্পনা করা হয়েছিল, তার আয়োজকদের আজ সোমবার আপিল কোর্টে যাওয়ার কথা। এর আগে নিউ সাউথ ওয়েলস সুপ্রিম কোর্ট গণস্বাস্থ্য সুরক্ষার কারণ দেখিয়ে এই প্রতিবাদ কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা দিয়েছিল।

এদিকে, কুইন্সল্যান্ডে আর নতুন কোনো সংক্রমণের খবর পাওয়া যায় নি। রাজ্যটিতে এখন মাত্র পাঁচটি সক্রিয় সংক্রমণের কেস রয়েছে। এসিটি-তেও মাত্র একটি কেস রয়েছে।

ভিক্টোরিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করেছে কুইন্সল্যান্ড। আর, সিডনির কোভিড-১৯ হটস্পটগুলো থেকে আসা ব্যক্তিদেরকেও কুইন্সল্যান্ডে প্রবেশ করা বন্ধ করা হয়েছে।


 

মেট্রোপলিটন মেলবোর্নের বাসিন্দাদেরকে ঘরে অবস্থান করার নির্দেশ অনুসরণ করতে হবে। শুধুমাত্র অপরিহার্য কাজ, পড়াশোনা, ব্যায়াম কিংবা সেবা করার জন্য ঘরের বাইরে যাওয়া যাবে। জনগণের মাঝে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।

অস্ট্রেলিয়ার জনগণকে অবশ্যই পরস্পরের মাঝে কমপক্ষে ১.৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। 

আপনার মাঝে যদি সর্দি-কাশির (কোল্ড কিংবা ফ্লু) লক্ষণ দেখা দেয়, তাহলে ঘরে অবস্থান করুন এবং আপনার ডাক্তারকে কল করে কিংবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন, 1800 020 080 নম্বরে কল করে টেস্টের ব্যবস্থা করুন।

alc covid shopping bangla
Source: SBS


আপনার যদি শ্বাস-কষ্ট কিংবা মেডিকেল ইমার্জেন্সি দেখা দেয়, তাহলে 000 নম্বরে কল করুন।

৬৩ টি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: .
alc covid mental health bangla
Source: SBS
বাংলায় করোনাভাইরাস (কোভিড-১৯) বিষয়ক আমাদের সর্বশেষ আপডেটের জন্য ভিজিট করুন:

Follow SBS Bangla on .

Share
Published 27 July 2020 11:54am
Presented by Sikder Taher Ahmad
Source: AAP, SBS


Share this with family and friends