অস্ট্রেলিয়াকে চীনের উপর থেকে ব্যবসায়িক নির্ভরতা কমাতে হবে , নতুন বাজার খুঁজতে হবে - আসিফ কাওনাইন

Initial Deal De-escalates Trade War With China

Initial Deal De-escalates Trade War With China Source: The New York Times

করোনাভাইরাসের এই বৈশ্বিক মহামারীর কারণে অর্থনৈতিক চাপের মুখে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশ। অস্ট্রেলিয়াও এর ব্যতিক্রম নয়। বলা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম বৃহত্তম বাজেট ঘাটতি দেখা দিচ্ছে অস্ট্রেলিয়ায়। এদিকে, বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। জনগণের পাশে দাঁড়ানোর জন্য জবকিপার, জবসিকার ইত্যাদি উদ্যোগ নিচ্ছে সরকার। সম্প্রতি এসব সহায়তা প্রোগ্রামেও পেমেন্টের হার কমানোর ঘোষণা দিয়েছে ট্রেজারার জশ ফ্রাইডেনবার্গ এবং প্রধানমন্ত্রী স্কট মরিসন।এ সব কিছু নিয়ে এস বি এস বাংলার সাথে কথা বলেছেন অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আসিফ কাওনাইন। সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।


Asif Kawnine
Asif Kawnine ,President ABBC Source: Supplied

Share