যেভাবে ফ্রেড হলোজ ফাউন্ডেশন বাংলাদেশে লড়ছে অন্ধত্বের বিরুদ্ধে

PHOTO-Hollows foundation.jpg

Hollows foundation's activity

ফ্রেড হলোজ ফাউন্ডেশন একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, যার উদ্দেশ্য ধনী-গরীব নির্বিশেষে, উচ্চ মানের এবং সাশ্রয়ী মূল্যের চোখের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। তাদের পরিহারযোগ্য অন্ধত্ব দূর করার মিশনে, তারা এখন ২৫টিরও বেশি দেশে কাজ করছে এবং তিন মিলিয়নেরও বেশি মানুষের দৃষ্টি পুনরুদ্ধারের দাবি করে।


ফাউন্ডেশনটি ২০০৮ সাল থেকে বাংলাদেশে অংশীদারদের সাথে কাজ করছে এবং সেবা প্রদান, চক্ষু স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে চক্ষু স্বাস্থ্য ব্যবস্থাগুলি শক্তিশালী করতে কাজ করছে।
এর সার্বিক বিষয় নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন সংঘটনটির বাংলাদেশ প্রতিনিধি ও খুলনা নিবাসি প্রোগ্রাম ম্যানেজার মিস্টার আমিনুর রহমান।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন
এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের 

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন  আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় 


Share