অস্ট্রেলিয়াস বিগেস্ট মর্নিং টি: ক্যান্সার সচেতনতায় 'গুড মর্নিং বাংলাদেশ'

PHOTO-2025-04-30-11-46-45.jpg

Members of 'Good Morning Bangladesh', a heartfelt Bangladeshi initiative supporting Australia’s Biggest Morning Tea, pictured during an event. Credit: Tanvir Shaheed

’অস্ট্রেলিয়াস বিগেস্ট মর্নিং টি" একটি সামাজিক অনুষ্ঠান, যা ক্যান্সারে আক্রান্তদের জীবনে বড় ধরনের পরিবর্তন আনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তহবিল সংগ্রহ করে। অস্ট্রেলিয়াস বিগেস্ট মর্নিং টি-এর সঙ্গে জড়িত বাংলাদেশি কমিউনিটির এক অনন্য উদ্যোগ "গুড মর্নিং বাংলাদেশ"।


"গুড মর্নিং বাংলাদেশ" ইভেন্টের পেছনের গল্প, এর প্রভাব এবং কীভাবে আপনি এতে যুক্ত হতে পারেন—এ সবই জানার জন্য এসবিএস বাংলা কথা বলেছে গুড মর্নিং বাংলাদেশ অনুষ্ঠানের সঞ্চালক এবং বাংলাদেশ ফোরাম ফর কমিউনিটি এনগেজমেন্ট-এর সম্পাদক তানভীর শহীদ এর সঙ্গে।  

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন

এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের 

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন 

আর, এসবিএস বাংলার এবং 
ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় 





Share