আগামী ৩০ জুন লাকেম্বায় অনুষ্ঠিত হবে ‘গুড মর্নিং বাংলাদেশ’-এর ফান্ড রেইজিং কার্যক্রম। সকালের নাশতার আয়োজনের মাধ্যমে তারা যে তহবিল সংগ্রহ করেন তা প্রদান করা হয় ক্যান্সার কাউন্সিল অফ নিউ সাউথ ওয়েলসকে। গুড মর্নিং বাংলাদেশ-এর অন্যতম আয়োজক ফারুক হান্নান এসবিএস বাংলাকে বলেন,
‘এই কার্যক্রমে সবচেয়ে বেশি পরিশ্রম করেন নারীরা।’
এ বছর তাদের লক্ষ্য ১৫ হাজার ডলার অনুদান সংগ্রহ করা। গত বছর তারা সংগ্রহ করেছিলেন ৭ হাজার ৮০০ ডলার আর এর আগের বছর উঠেছিল ১০ হাজার ডলার।
গুড মর্নিং বাংলাদেশ-এর সূত্রপাত করেছিলেন মরহুম ড. আব্দুল হক। প্রতিবছর তার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়ে থাকে।
ফারুক হান্নানের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।