কোভিড-১৯ এর এই বৈশ্বিক মহামারীর সময় মাস্ক ব্যবহার করাটা কি জরুরি?

Tree with mask

People walk past a tree with a face mask and eyes stapled to it in Melbourne, Sunday, May 31, 2020. Source: AAP

কোভিড-১৯ এর এই বৈশ্বিক মহামারীর সময় এর প্রাদুর্ভাব থেকে রক্ষা পাওয়ার জন্য নানা স্বাস্থবিধি জারি করেছে সরকার। অস্ট্রেলিয়ায় এ সময় সব চাইতে বেশি আক্রান্তের শহর হচ্ছে মেলবোর্ন, সেখানে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এই প্রাদুর্ভাব থেকে রাজ্য বাসিদের নিরাপদ রাখতে অনেকগুলো স্বাস্থবিধি মেনে চলতে পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে মাস্ক পরা। মাস্ক ছাড়া বাহিরে বেরুলে জরিমানা করা হবে। তবে এই মাস্ক পরা নিয়ে অনেকে বিরক্ত অনেকে আবার অস্বস্তি বোধ করছেন। মাস্ক কতটা উপকারী এই প্রাদুর্ভাব ঠেকাতে এবং এই মাস্ক পরে যারা অস্বস্তি বোধ করছেন সেটা কি শারীরিক না মানসিক, এ সব বিষয়ে নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন অ্যাসোসিয়েট প্রফেসর রেজা আলী, সিনিয়র কনসালট্যান্ট, ডাইরেক্টর, ইমারজেন্সি মেডিসিন, ব্ল্যাকটাউন ও মাউন্ট ড্রুইট হসপিটাল, সিডনি। সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।


Associate Professor Reza Ali, Director of Emergency Medicine at the Blacktown Hospital, NSW.
Associate Professor Reza Ali, Director of Emergency Medicine at the Blacktown Hospital, NSW. Source: Supplied

Share