Feature

বন্দাইর আকাশে উড়েছিল ঘুড়ি

নীল আকাশে বসন্তের রঙ্গ ছড়াতেই কিনা, ১৯৭৮ সালে ঘুড়ি উড়ানোর উৎসব শুরু করেন বন্দাইর স্থানীয় কিছু রঙ্গের মানুষ। আজ যা অস্ট্রেলিয়ার সর্ববৃহৎ ঘুড়ি উৎসব।

Kite Festival

'The Festival of The Winds' happened in Bondi on 09 September 2018. Source: Fahad Asmar

শীত শেষে বসন্ত আসলেও, এখনো তা বোঝার উপায় নেই। হিমশীতল আবহাওয়া সাথে টানা বৃষ্টিতে গত সপ্তাহ ভালোই ভোগান্তিতে কেটেছে সিডনিবাসীর।

আগে থেকে ঘোষণা দেয়া থাকলেও, ভয় ছিল আদৌ কি হবে ঘুড়ি উৎসব! তবে আশংকাকে দূর করে সকাল থেকেই রশ্নি ছড়িয়েছিল সূর্যিমামা। আর তাতেই ঢল নামে ঘুড়িপ্রেমীদের। বন্দাইর আকাশ ঢেকে যায় রঙ্গ-বেরঙ্গের নানা ঘুড়িতে। 
Kite Festival
Source: Fahad Asmar
রোববার প্রায় ৪০,০০০ মানুষ নেমেছিল আকাশ ছোঁয়া উৎসাহে। 

আকাশে ঘুড়ি আর পানিতে ছিল সার্ফারদের জোয়ার। আমাদের অতি পরিচিত গড়পড়তা চারকোনা আকারের ঘুড়ি নয়; পশু, পাখি, মাছ এবং অন্যান্য সামুদ্রিক জীব, কমিকস চরিত্র, উড়োজাহাজ, মহাকাশযান এমনকি কল্পনার দানবের মত দেখতে অসংখ্য ঘুড়ি উড়েছিল সিডনির আইকনিক বন্দাই সৈকতে।
Kite Festival
Source: Fahad Asmar
শুধু পেশাদার নয়, নিজের বানানো অথবা অসংখ্য ঘুড়ি বিক্রেতার কাছ থেকে সংগ্রহ করা ঘুড়ি ওড়াতে পেরেছেন আকাশ ছোঁয়ার নেশাতুর প্রেমীরা। 

একদিনের এই উৎসবের মূল আয়োজক ছিল স্থানীয় ওয়েভারলি কাউন্সিল। 

৪০তম আয়োজনকে স্মরণীয় রাখতে যোগ হয়েছিল মিউজিক, খাবারের দোকান, পেইন্টিংস, গ্যালারী এক্সিবিশন, ঘুড়ি বানানো কর্মশালাসহ আরো অনেক কিছু। বিশেষ করে নজর কেড়েছে উন্মুক্ত ট্যাঙ্গো নাচের প্রতিযোগিতা।

আর মূল আকর্ষনতো ছিল পেশাদার ঘুড়ি ওড়ানোর মনোমুগ্ধকর ডিসপ্লে।

Share

Published

Updated

By Hasan Tariq
Presented by Hasan Tariq
Source: Facebook

Share this with family and friends