গত ১৬ ডিসেম্বর, ২০২৪ সকালে বাংলাদেশ হাইকমিশন চত্বরে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন চার্জ ডি অ্যাফেয়ার্স ড. মো. দেওয়ান শাহরিয়ার ফিরোজ। এসময় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং গত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া, মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রদত্ত বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করে শোনানো হয়।
মহান বিজয় দিবসে আলোচনাকালে চার্জ ডি অ্যাফেয়ার্স গত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্বপ্ন বাস্তবায়নে বৈষম্যমুক্ত ও উন্নত বাংলাদেশ গড়তে দেশে ও বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরেন।
এই অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
![BD HC 2.jpeg](https://images.sbs.com.au/bd/f3/8c43608a49369c733807082adadf/bd-hc-2.jpeg?imwidth=1280)
মহান বিজয় দিবসে আলোচনাকালে চার্জ ডি অ্যাফেয়ার্স বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরেন। এই অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। Source: Supplied / Bangladesh High Commission in Canberra
READ MORE
![Image for read more article 'READ MORE'](https://images.sbs.com.au/dims4/default/6775567/2147483647/strip/true/crop/1777x999+255+0/resize/1280x720!/quality/90/?url=http%3A%2F%2Fsbs-au-brightspot.s3.amazonaws.com%2Fdrupal%2Fyourlanguage%2Fpublic%2Fplay_store_promo2x_2.jpg&imwidth=1280)
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .
আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় ।