প্রত্যুষে, বাংলাদেশ হাউজের সবুজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের সূচনা করা হয়। এসময় কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বিকেলে, বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য উপলক্ষ্যে কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজন করা হয় এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময়, উপস্থিত সকলের সামনে দিবসটি উপলক্ষ্যে প্রেরিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।
Bangladesh's Victory Day has been celebrated with great enthusiasm and day-long program at the initiative of Bangladesh Consulate General in Sydney. Credit: Bangladesh Consulate General in Sydney.
কনসাল জেনারেল সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্য শুরু করেন। বক্তব্যের শুরুতে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের মহান স্বাধীনতা ও বিজয় অর্জনে অবদান রাখা প্রতিটি বীর বাঙ্গালির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় তিনি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ায় মনোনিবেশ করতে সবাইকে আহবান জানান। এছাড়াও বিগত এক দশকে আর্থ-সামাজিক খাতে বাংলাদেশের অভাবনীয় সাফল্য ও উন্নয়নের চিত্র তিনি তুলে ধরেন।
তিনি উপস্থিত সকলকে নিজ নিজ অবস্থান থেকে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখার আহবান জানান।
তিনি এসময় সকল অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীকে বৈধ পথে র্যামিটেন্স প্রেরণ এবং সার্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণের জন্য অনুরোধ জানান।
Bangladesh's Victory Day has been celebrated with great enthusiasm and day-long program at the initiative of Bangladesh Consulate General in Sydney. Credit: Bangladesh Consulate General in Sydney.
সিডনীর বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বতস্ফুর্তভাবে এই বিজয় আনন্দে অংশগ্রহণ করেন।
একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার ও প্রত্যয় ব্যক্ত করে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
-প্রেস বিজ্ঞপ্তি।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।