অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে, মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রধান অতিথি ডলি জহুরের জীবন ও কর্মের উপর সংক্ষিপ্ত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা পর্বে, প্রধান অতিথি ডলি জহুর তার বক্তব্যে অস্ট্রেলিয়ায় অবস্থিত বাংলাদেশী নাগরিকদের সন্তানদের বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চায় এ বিদ্যালয় গুরুত্বপূর্ণ অবদান রাখছে জেনে উচ্ছ্বাস প্রকাশ করেন।
তিনি সবাইকে মা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, মা হলো সন্তানের জন্য বটবৃক্ষ, যিনি সমস্ত বিপদ আপদ থেকে সন্তানকে রক্ষা করেন। তিনি মাতৃভাষা বাংলায় শুদ্ধভাবে কথা বলার চর্চা অব্যাহত রাখতে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
প্রধান অতিথি ডলি জহুর তার বক্তব্যে অস্ট্রেলিয়ায় অবস্থিত বাংলাদেশী নাগরিকদের সন্তানদের বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চায় এ বিদ্যালয় গুরুত্বপূর্ণ অবদান রাখছে জেনে উচ্ছ্বাস প্রকাশ করেন। Source: Supplied / Bengali Language and Cultural School, Melbourne.
অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক- শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্যসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন
বাংলা ভাষা ও সাংস্কৃতিক স্কুলের সভাপতি মিজানুর রহমান।
প্রেস বিজ্ঞপ্তি