Feature

“মা হলো সন্তানের জন্য বটবৃক্ষ, যিনি সমস্ত বিপদ আপদ থেকে সন্তানকে রক্ষা করেন"

গত ১৯ মে, ২০২৪ মেলবোর্নে বাংলা ভাষা ও সাংস্কৃতিক স্কুলে অনুষ্ঠিত হয় ‘বিশ্ব মা দিবস’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রথিতযশা অভিনয়-শিল্পী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডলি জহুর।

Bangla School Ph2.jpg

মেলবোর্নে বাংলা স্কুলের মা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ডলি জহুর সবাইকে মা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, মা হলো সন্তানের জন্য বটবৃক্ষ, যিনি সমস্ত বিপদ আপদ থেকে সন্তানকে রক্ষা করেন। Source: Supplied / Bengali Language and Cultural School, Melbourne

অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে, মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রধান অতিথি ডলি জহুরের জীবন ও কর্মের উপর সংক্ষিপ্ত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা পর্বে, প্রধান অতিথি ডলি জহুর তার বক্তব্যে অস্ট্রেলিয়ায় অবস্থিত বাংলাদেশী নাগরিকদের সন্তানদের বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চায় এ বিদ্যালয় গুরুত্বপূর্ণ অবদান রাখছে জেনে উচ্ছ্বাস প্রকাশ করেন।

তিনি সবাইকে মা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, মা হলো সন্তানের জন্য বটবৃক্ষ, যিনি সমস্ত বিপদ আপদ থেকে সন্তানকে রক্ষা করেন। তিনি মাতৃভাষা বাংলায় শুদ্ধভাবে কথা বলার চর্চা অব্যাহত রাখতে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
p3.jpg
প্রধান অতিথি ডলি জহুর তার বক্তব্যে অস্ট্রেলিয়ায় অবস্থিত বাংলাদেশী নাগরিকদের সন্তানদের বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চায় এ বিদ্যালয় গুরুত্বপূর্ণ অবদান রাখছে জেনে উচ্ছ্বাস প্রকাশ করেন। Source: Supplied / Bengali Language and Cultural School, Melbourne.
অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মা দিবস উপলক্ষ্যে মাকে নিয়ে সুন্দর মুহূর্তের স্মৃতিচারণ করেন, তাদের জীবনে ও পরিবারে মায়ের ভূমিকা নিয়ে বক্তব্য প্রদান করেন। পরে প্রধান অতিথি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে মা দিবসের কেক কাটেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক- শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্যসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন
বাংলা ভাষা ও সাংস্কৃতিক স্কুলের সভাপতি মিজানুর রহমান।

প্রেস বিজ্ঞপ্তি

Share
Published 20 May 2024 2:39pm
Updated 20 May 2024 2:41pm
By Sikder Taher Ahmad
Source: SBS

Share this with family and friends