Feature

সিডনির ব্যাংকসটাউনে বুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের গালা নাইট অনুষ্ঠিত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে গত ২ নভেম্বর, ২০২৪ সিডনির ব্যাংকসটাউনের এম্পোরিয়াম ফাংশন সেন্টারে বুয়েট অ্যালামনাই অস্ট্রেলিয়া গালা নাইট ২০২৪ অনুষ্ঠিত হয়।

BUET Alumni.jpeg

সিডনির ব্যাংকসটাউনের এম্পোরিয়াম ফাংশন সেন্টারে গত ২ নভেম্বর, ২০২৪ অনুষ্ঠিত হয় বুয়েট অ্যালামনাই অস্ট্রেলিয়া গালা নাইট ২০২৪। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা এতে যোগ দেন। Source: Supplied / BUET Alumni Australia

বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের সেই সমাবেশে প্রায় ৩০০ জন উপস্থিত ছিলেন।

সন্ধ্যার শুরুতেই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে বিদায়ী নির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন নবনিযুক্ত কমিটির কাছে।

নতুন কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে ফেরদৌস আহমেদ এবং ইয়ামিন রাজীব।
সভায় বিদায়ী কমিটির সভাপতি নিশাত সিদ্দিকী বিদায়ী নির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। এছাড়া, বিদায়ী সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল বিগত দুই বছরের অর্জনের সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন এবং কোষাধ্যক্ষ মাশফিকুর রহমান সংগঠনটির আর্থিক অবস্থার একটি সারসংক্ষেপ প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল প্রতিনিধি। এছাড়া, অনুষ্ঠানে শিশুদের জন্য ছিল বিশেষ বিনোদনের ব্যবস্থা।

গালা নাইট উপলক্ষে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয় এবং প্রাক্তন শিক্ষার্থীদেরকে বুয়েটের লোগো সম্বলিত উত্তরীয় উপহার দেওয়া হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে বুয়েটের নতুন প্রজন্ম তাদের প্রতিভা প্রদর্শন করে। অন্যদিকে, প্রাক্তন শিক্ষার্থী ও তাদের সঙ্গীরা সঙ্গীত, নৃত্য, আবৃত্তি এবং নাটিকার মাধ্যমে উপস্থিত দর্শকদের মনোরঞ্জন করেন।

প্রেস বিজ্ঞপ্তি
এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায়

Share
Published 6 November 2024 12:38pm
By SBS Bangla
Source: SBS

Share this with family and friends