কোভিড -১৯ আপডেট: নিউ সাউথ ওয়েলসে নতুন সনাক্ত সংখ্যা এক ধাপে বেড়ে ৬৩৩, সকলকে ভ্যাকসিন নেওয়ার আবেদন জানালেন প্রিমিয়ার

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ১৮ আগস্ট, ২০২১ এর আপডেট এটি।

NSW Premier Gladys Berejiklian wears a face mask during a press conference to provide a COVID-19 update, in Sydney, Wednesday, August 18, 2021.

NSW PremierBerejiklian during a press conference August 18. NSW recorded 633 new locally acquired cases of COVID-19 (AAP Image/Bianca De Marchi) Source: AAP Image/Bianca De March

  • পশ্চিম এবং দক্ষিণ -পশ্চিম সিডনি নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ। 
  • এক্সপোজার সাইটগুলির তালিকায় ভিক্টোরিয়ার ৫০০টিরও বেশি স্থান। 
  • এসিটিতে ২০টিরও বেশি নতুন স্থানীয় কেইস 
  • কুইন্সল্যান্ড এবং নর্দার্ন টেরিটোরিতে স্থানীয়ভাবে কোন নতুন রোগী সনাক্ত হয় নি।   

নিউ সাউথ ওয়েলস

রাজ্যে স্থানীয়ভাবে ৬৩৩টি নতুন রোগী এবং তিনটি মৃত্যুর রেকর্ড করা হয়েছে। সংক্রামক অবস্থায় কমপক্ষে ৬২ জন কমিউনিটিতে ছিল।

প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান বলেছেন, বেশ কিছু এলাকা নিয়ে উদ্বেগ আছে যেগুলোতে "কেইস বৃদ্ধি" পাচ্ছে, সেগুলো হচ্ছে: মেরিল্যান্ডস, গিলফোর্ড, অবার্ন, গ্রিনএকর এবং সেন্ট মেরিস।

সনাক্ত সংখ্যা বেশি ১৬ থেকে ৩৯ বছর বয়সীদের আগামীকাল বৃহস্পতিবার ১৯ আগস্ট থেকে ফাইজার কোভিড -১৯ ভ্যাকসিন দেওয়া হবে অগ্রাধিকার ভিত্তিতে।

ভ্যাকসিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট করুন 

ভিক্টোরিয়া

রাজ্যে স্থানীয় ২৪টি নতুন কেইস রেকর্ড করা হয়েছে, যার মধ্যে চারটির উৎস অজ্ঞাত। সংক্রামক অবস্থায় ছয়টি কেইস কমিউনিটিতে ছিল।

কোভিড -১৯ কমান্ডার জেরোইন ওয়েমার বলেছেন যে রাজ্যে বর্তমানে প্রায় ১৫,০০০ প্রাথমিকভাবে সংস্পর্শে আসা ব্যক্তিদের খোঁজ পাওয়া গেছে এবং ৫২০টিরও বেশি রয়েছে।

টেস্টিং সাইটগুলোর তালিকা দেখুন , আর, ভ্যাকসিনেশন সেন্টারগুলোর তালিকা দেখুন 

অস্ট্রেলিয়া জুড়ে গত ২৪ ঘণ্টা

অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি (এসিটি) স্থানীয়ভাবে ২২টি নতুন কেইস রেকর্ড করেছে, এ নিয়ে ক্যানবেরায় মোট সক্রিয় রোগীর সংখ্যা এখন ৬৭।

২০ আগস্ট শুক্রবার বিকাল ৪টা থেকে দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ড, কেয়ার্নস এবং ইয়ারাবা স্থানীয় সরকার এলাকায় করা হবে।

বৃহত্তর ডারউইন এবং ক্যাথরিনে লকডাউন আগামীকাল দুপুরে শেষ হওয়ার কথা রয়েছে।
alc covid mental health
Source: ALC

কোভিড-১৯ মিথ (অতিকথা)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

Follow SBS Bangla on .

আরও দেখুন:

Share
Published 18 August 2021 2:16pm
Updated 18 August 2021 3:04pm
By SBS/ALC Content
Presented by Shahan Alam
Source: SBS


Share this with family and friends