কোভিড-১৯ আপডেট: পাঁচ বছরের কম-বয়সী শিশুদের জন্য ভ্যাকসিনের কথা ভাবছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ২০ জুন ২০২২ এর আপডেট এটি।

Australia is reviewing a proposal for allowing COVID-19 vaccines for children under five. The US has approved vaccines for child from six months to five years.

The Centres for Disease Control and Prevention in the US has recently approved COVID-19 vaccines for children aged five and under. Source: AAP/AP Photo/Sean Rayford/FR171415 AP

ভিক্টোরিয়ায় ২৮ জন, নিউ সাউথ ওয়েলসে সাত জন এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় ছয় জন-সহ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মঙ্গলবার, অস্ট্রেলিয়ায় অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে।

আর, কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন নিউ সাউথ ওয়েলসে ১,৪৯৯ জন এবং কুইন্সল্যান্ডে ৪৯১ জন। বিগত চার সপ্তাহের মাঝে উভয় রাজ্যেই এই সংখ্যা তাদের সর্বোচ্চ।

অস্ট্রেলিয়ায় নতুন কেস, মৃত্যু ও হাসপাতালে ভর্তিসহ কোভিড-১৯ বিষয়ক সর্বশেষ তথ্যের জন্য ক্লিক করুন।
এ বছরের শেষের দিকে মডার্না ফ্লু এবং কোভিড-১৯ এর কম্বাইন্ড ভ্যাকসিনের ট্রায়াল বা পরীক্ষামূলক ব্যবহার শুরু করবে বলে আশা করা হচ্ছে।

তারা তাদের ভিক্টোরিয়ান সাইটে এটির উৎপাদন শুরু করতে পারে। আর, এই ভ্যাকসিনটি ২০২৪ সাল নাগাদ ব্যবহার করতে পারবে অস্ট্রেলিয়ানরা।

ইউনিভার্সিটি অফ অ্যাডিলেইডের গবেষকরা মানুষের ওপরে কোভিড-১৯ এর সূচ-মুক্ত নতুন একটি ভ্যাকসিন বুস্টারের পরীক্ষণ চালাতে যাচ্ছে এ সপ্তাহে। ডিএনএ-ভিত্তিক এই ভ্যাকসিনটির ডিজাইন করা হয়েছে ওমিক্রন ভ্যারিয়েন্টটিকে উদ্দেশ্য করে।

অস্ট্রেলিয়ায় ব্যবহারের জন্য বর্তমানে অনুমোদিত ভ্যাকসিনগুলো মূলত কোভিড-১৯ এর অরিজিনাল স্ট্রেইনকে উদ্দেশ্য করে কাজ করে থাকে।

মডার্নার একটি প্রস্তাবের পর্যালোচনা করছে অস্ট্রেলিয়ার থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন (টি-জি-এ)। এতে পাঁচ বছর ও তার থেকে কম-বয়সী শিশুদের ওপরে কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন চাওয়া হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে টি-জি-এ এর কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

সম্প্রতি পাঁচ বছরের কম-বয়সী শিশুদের ক্ষেত্রে কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দিয়েছে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন।

কোভিড-১৯ সঙ্কট মোকাবেলায় অস্ট্রেলিয়া কী রকম কাজ করেছে সেটা খতিয়ে দেখার জন্য উইন্টার বা শীতের পর, আশা করা হচ্ছে যে, লেবার সরকার একটি রয়্যাল কমিশন কিংবা অন্য কোনো ধরনের তদন্তের ঘোষণা দিবে।

বিভিন্ন স্বাস্থসেবা, যেমন, পডিয়াট্রিস্ট, কাইয়ারৌপ্র্যাক্টর, অকুপেশনাল থেরাপিস্ট এবং ফিজিওথেরাপিস্টদের ক্ষেত্রে ট্রিপল-ভ্যাকসিনের শর্ত অচিরেই তুলে নিতে পারে সাউথ অস্ট্রেলিয়া।
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধিনিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই 

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .



প্রতিটি স্টেট ও টেরিটোরিতে কোভিড-১৯ টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:



আপনি যদি র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র‍্যাট) করে পজিটিভ হন, তাহলে এখানে নিবন্ধন করুন: 



অস্ট্রেলিয়ায় আপনি কী করতে পারবেন এবং কী করতে পারবেন না সেসব সম্পর্কে জানতে দেখুন:

আর্থিক সহায়তার প্রয়োজন হলে দেখুন: 

আপনার ভাষায় কোভিড-১৯ বিষয়ক বিভিন্ন পরিভাষা সম্পর্কে জানতে দেখুন: 



এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন:  

আমাদেরকে অনুসরণ করুন 

Share
Published 21 June 2022 6:31pm
Presented by Sikder Taher Ahmad


Share this with family and friends