গত ৮ বছর ধরে তিনি ব্রিসবেনের ইউনাইটিং কেয়ার এল্ডার এবিউজ প্রিভেনশন ইউনিটের বয়স্ক অস্ট্রেলিয়ানদের কথা শুনছেন ডিয়েন লোরি।
বিশ্ব জুড়ে এল্ডার এবিউজ বা বয়স্ক ব্যক্তিদের প্রতি দুর্ব্যবহারের ঘটনা বাড়ছে। আর অস্ট্রেলিয়ায়, ইনস্টিটিউট অফ ফ্যামিলি স্টাডিজের সাম্প্রতিক এক জরিপে দেখা যায় যে, এদেশেও এই প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।
READ MORE

নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
বয়স্ক অস্ট্রেলিয়ানদের শতকরা ১৫ ভাগেরও বেশি ব্যক্তির দুর্ব্যবহারের শিকার হওয়ার অভিজ্ঞতা রয়েছে। প্রায় ৬৩০,০০০ কেসের রিপোর্ট পাওয়া গেছে এক বছরে।
ব্রিসবেনের ইউনাইটিং কেয়ার ওয়েলবিয়িং সার্ভিসেস-এর জেনারেল ম্যানেজার লুক লিন্ডসে বলেন, বহু-সংখ্যক অস্ট্রেলিয়ানের এ রকম অভিজ্ঞতা হয়েছে।
দুর্ব্যবহারের শিকার এ রকম বেশ কয়েকজন বয়স্ক ব্যক্তির সঙ্গে সম্প্রতি কথা বলেছে এসবিএস নিউজ। তারা অবশ্য তাদের নাম প্রকাশে সম্মতি দেন নি।
এ রকম কেসও রয়েছে যে, দাদা-দাদী/নানা-নানীরা তাদের নাতি-নাতনীদের সাহচর্য খুব কম পান কিংবা একেবারেই পান না শারীরিক ক্ষতির আশঙ্কায়।
READ MORE

এসবিএস বাংলা ফেসবুক নীতিমালা
এজ ডিসক্রিমিনেশন কমিশনার ড. কে প্যাটারসন বহু বছর ধরে প্রচারণা চালাচ্ছেন বিতর্কিত এই বিষয়টি নিয়ে সচেতনতা সৃষ্টির জন্য।
ড. প্যাটারসন বলেন, বহু বয়স্ক অস্ট্রেলিয়ান এ বিষয়ে সামনে এগিয়ে আসতে চান না। মাত্র ৩০ শতাংশ নিপীড়নের রিপোর্ট করা হয়।
যারা বৈচিত্রময় পটভূমি থেকে এসেছেন, ইংরেজি যাদের দ্বিতীয় ভাষা, তাদের জন্য হিউম্যান রাইটস কমিশনের এল্ডার হেল্পলাইনে এ বছর বিভিন্ন ভাষায় সহায়তা লাভের সুযোগ রাখা হয়েছে।
বয়স্ক অস্ট্রেলিয়ানদের প্রতি দুর্ব্যবহার রোধে কাজ করে এল্ডার এবিউজ অ্যাকশন অস্ট্রেলিয়া। এর কো-চেয়ার জেনি ব্লাকি বলেন, কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর কারণে বয়স্ক-নিপীড়ন-সহ সব ধরনের নিপীড়ন বেড়েছে।
প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন:
আরও দেখুন:

বাংলাদেশের সিলেট-সুনামগঞ্জে ভয়াবহ বন্যা