কোভিড-১৯ আপডেট: ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় পরিবারগুলোর জন্য বিনামূল্যে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ২৮ ফেব্রুয়ারি, ২০২২ এর আপডেট এটি।

코로나19 신속 항원 검사/ RAT Test kit being used.

Source: iStockphoto

  • একটি   শুরু করেছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। রাজ্যটির প্রতিটি পরিবারকে বিনামূল্যে পাঁচটি টেস্ট কিট প্রদান করা হবে এর আওতায়।
  • ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বাসিন্দারা এই ফ্রি র‌্যাট কিটগুলো নিজে গিয়ে নিয়ে আসার জন্য আবেদন করতে পারবে কিংবা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অথবা 13 COVID (13 26843) নম্বরে কল করে অনুরোধ করতে পারবে। ইংরেজি যাদের প্রথম ভাষা নয়, এই নম্বরে ফোন করে দোভাষীর সহায়তাও পাবেন তারা।
  • আজ ২৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে নিউ সাউথ ওয়েলসে হাইস্কুলের শিক্ষার্থী ও কর্মীদের জন্য ফেসমাস্ক পরিধান করা আর বাধ্যতামূলক নয়।
  • এছাড়া, আজ থেকে, নিউ সাউথ ওয়েলসের স্কুলগুলোতে প্রবেশের ক্ষেত্রে সপ্তাহে দু’দিন টেস্টিংয়ের যে নিয়ম ছিল, সেটি অনুসরণ করারও আর দরকার হবে না। বিনামূল্যে আটটি করে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট প্রদান করা হয়েছে প্রতিটি পরিবারকে, শিক্ষার্থীদের বাবা-মায়েরা যেন তাদের প্রয়োজন অনুযায়ী পরীক্ষা করতে পারেন।
  • ভিক্টোরিয়ায় আজ থেকে সমস্ত ঐচ্ছিক (ইলেক্টিভ) সার্জারি পুনরায় শুরু করা হচ্ছে।
  • আগামীকাল ১ মার্চ, মঙ্গলবার হচ্ছে ভিক্টোরিয়ার বাসিন্দাদের জন্য সর্বশেষ দিন যেদিন তারা ৪৫০ ডলারের একটি কোভিড-১৯ আইসোলেশন পেমেন্ট দাবি করতে পারবেন, যখন কিনা তারা তাদের পিসিআর টেস্টের রেজাল্টের জন্য অপেক্ষায় রয়েছেন। র‌্যাট টেস্ট বেশি বেশি সম্পন্ন হওয়ায় পিসিআর টেস্টের চাহিদা হ্রাস পাচ্ছে।

কোভিড-১৯ অস্ট্রেলিয়ান পরিসংখ্যান

  • নিউ সাউথ ওয়েলসে কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১,১৩৬ জন। এদের মধ্যে ইনটেনসিভ কেয়ারে আছেন ৫৫ জন। কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৬ জন এবং নতুন সনাক্ত হয়েছে ৫,৮৫৬ জন।

  • ভিক্টোরিয়ায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ২৮৩ জন। এদের মধ্যে আই-সি-ইউ-তে আছেন ৪২ জন এবং ভেন্টিলেটরে আছেন ৭ জন। কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩ জন এবং নতুন কেস সনাক্ত হয়েছে ৫,৮৫২ জন।

  • কুইন্সল্যান্ডে কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩১১ জন। আর, ইনটেনসিভ কেয়ারে আছেন ২৫ জন। সেখানে নতুন কেস সনাক্ত হয়েছে ৩,৩১২ টি এবং আরও এক জনের মৃত্যু হয়েছে।
  • টাসম্যানিয়ায় সনাক্ত করা হয়েছে ৭৩৪ টি নতুন কেস। সেখানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১১ জন। এদের মধ্যে কেউই আই-সি-ইউতে নেই। সর্বশেষ রিপোর্ট অনুসারে, কোভিডে আক্রান্ত হয়ে বিগত এক দিনে সেখানে কেউ মারা যায় নি।
  • এসিটি-তে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৪ জন কোভিড রোগী। এদের কেউই ইনটেনসিভ কেয়ারে নেই। নতুন কেস সনাক্ত হয়েছে ৪৬৪ টি এবং আরও এক জনের মৃত্যু হয়েছে।
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধি-নিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই


আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .



প্রতিটি স্টেট ও টেরিটোরিতে কোভিড-১৯ টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:



আপনি যদি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র‌্যাট) করে পজেটিভ হন, তাহলে এখানে নিবন্ধন করুন: 



অস্ট্রেলিয়ায় আপনি কী করতে পারবেন এবং কী করতে পারবেন না সেসব সম্পর্কে জানতে দেখুন:

আর্থিক সহায়তার প্রয়োজন হলে দেখুন: 

আপনার ভাষায় কোভিড-১৯ বিষয়ক বিভিন্ন পরিভাষা সম্পর্কে জানতে দেখুন: 



কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধি-নিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই 

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share
Published 28 February 2022 2:17pm
Presented by Sikder Taher Ahmad


Share this with family and friends