কোভিড -১৯ আপডেট: রিজিওনাল ভিক্টোরিয়ায় ভাইরাস ছড়িয়ে পড়েছে, বৃহত্তর সিডনির লকডাউন আরও এক মাস বাড়ানো হয়েছে

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ২০ আগস্ট, ২০২১ এর আপডেট এটি।

Health workers and Police officers are seen at a unit block under lockdown, in Campsie, south west of Sydney, Friday, August 20, 2021. (AAP Image/Dan Himbrechts) NO ARCHIVING

Health workers and Police officers are seen at a unit block under lockdown, in Campsie, south west of Sydney, Friday, August 20, 2021. Source: AAP Image/Dan Himbrechts

  • নিউ সাউথ ওয়েলসের যেসব এলাকাগুলো নিয়ে উদ্বেগ আছে সেসব জায়গায় অতিরিক্ত বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে
  • শেপার্টনে একজন রোগী সনাক্ত হওয়ায় ভিক্টোরিয়ায় কন্টাক্ট ট্রেসিং বা সংস্পর্শে আসা ব্যক্তিদের খোঁজ চলছে
  • ACT ১২টি নতুন কেইস রেকর্ড করেছে
  • সাউথ অস্ট্রেলিয়া তার সীমান্ত বিধিনিষেধ শিথিল করেছে

নিউ সাউথ ওয়েলস

রাজ্যে স্থানীয়ভাবে সনাক্ত ৬৪৪টি নতুন কেইস রেকর্ড করা হয়েছে, কমপক্ষে ৪১ জন সংক্রামক অবস্থায় কমিউনিটিতে ছিলেন। ভ্যাকসিনের এক ডোজ নেওয়া চারজন মারা গেছেন।

উদ্বেগ আছে এমন স্থানীয় সরকার এলাকার বাসিন্দাদের এবং ব্যবসাগুলোর জন্য অতিরিক্ত বিধি জারি করা হয়েছে। এই নিয়ম সোমবার ২৩ আগস্ট মধ্যরাত ১২.০১ থেকে প্রযোজ্য হবে, যার মধ্যে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ এবং ঘরের বাইরে ব্যায়ামের ক্ষেত্রে দৈনিক এক ঘণ্টার সীমা ধার্য করা হয়েছে।

বৃহত্তর সিডনির লকডাউন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

ভ্যাকসিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট করুন 

ভিক্টোরিয়া

রাজ্যে স্থানীয়ভাবে অর্জিত ৫৭টি নতুন কেইস রেকর্ড করা হয়েছে, যার মধ্যে ছয়টির উৎস অজানা। সংক্রামক অবস্থায় কমিউনিটিতে ত্রিশজন ছিল।

রিজিওনাল ভিক্টোরিয়ার শেপার্টনে একটি পজেটিভ কেইস পাওয়ার পর স্বাস্থ্য কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে।

টেস্টিং সাইটগুলোর তালিকা দেখুন , আর, ভ্যাকসিনেশন সেন্টারগুলোর তালিকা দেখুন 

অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি

অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি বা এসিটি স্থানীয়ভাবে ১২টি নতুন কেইস রেকর্ড করেছে, যার মধ্যে একটি তদন্তাধীন রয়েছে। ক্যানবেরায় মোট সক্রিয় সংখ্যা ৯৪।

বর্তমানে একজন কোভিড -১৯ রোগী হাসপাতালে ভর্তি রয়েছে এবং পাবলিক ট্রান্সপোর্ট রুট, ফাস্ট ফুড আউটলেট এবং চাইল্ড কেয়ার আউটলেটসহ ২৫০টিরও বেশি এক্সপোজার সাইট বা সংক্রমণ স্থান চিহ্নিত করা হয়েছে ।

COVID-19 টিকা দেওয়ার জন্য  পরীক্ষা করুন।


অস্ট্রেলিয়া জুড়ে গত ২৪ ঘণ্টায়

  • নর্দার্ন টেরিটরি এবং কুইন্সল্যান্ড কোন ভাইরাস রোগী রেকর্ড করেনি।
  • সাউথ অস্ট্রেলিয়া উত্তর এবং রিজিওনাল কুইন্সল্যান্ড এবং নর্দার্ন টেরিটরির অধিকাংশ সীমান্ত বিধিনিষেধ তুলে নিয়েছে।

READ MORE

কোভিড-১৯ মিথ (অতিকথা)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।

৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

Follow SBS Bangla on .

আরও দেখুন:


alc covid mental health
Source: ALC

Share
Published 20 August 2021 1:47pm
Updated 20 August 2021 2:25pm
By SBS/ALC Content
Presented by Shahan Alam
Source: SBS


Share this with family and friends