- NSW- এর ভাইরাস আক্রান্ত রিজিওনাল এলাকার লকডাউন ২৮ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে
- ভিক্টোরিয়ায় রেকর্ড নতুন কেইস সংখ্যার হঠাৎ বৃদ্ধি, মহামারীর সময়ে লকডাউনের ২০০তম দিন পূর্ণ করেছে
- ACT-তে নয়টি রহস্যজনক কেইস রেকর্ড
- কুইন্সল্যান্ড এবং নর্দার্ন টেরিটোরি নতুন কোন স্থানীয় সংক্রমণ রেকর্ড করেনি
নিউ সাউথ ওয়েলস
রাজ্যে স্থানীয়ভাবে ৬৮১টি নতুন কেইস রেকর্ড করা হয়েছে, কমপক্ষে ৮৭ জন রোগী কমিউনিটিতে সংক্রামক অবস্থায় ছিলেন। আশি-উর্দ্ধ একজন পুরুষ মারা গিয়েছেন। এ নিয়ে চলতি ডেল্টা প্রাদুর্ভাবের মধ্যে কোভিড-জনিত মোট মৃত্যুর সংখ্যা ৬১তে দাঁড়িয়েছে।
মেরিল্যান্ডস, গিল্ডফোর্ড, অবার্ন, গ্রানভিল, লিডকম্ব, গ্রিনএকর এবং ব্ল্যাকটাউন এলাকাতেই বেশিরভাগ রোগী সনাক্ত হচ্ছে, বলেছেন নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান।
আইসিইউ বা নিবিড় পরিচর্যায় আছেন ৮২ জন, যাদের মধ্যে ৭১ জনেরই টিকা দেওয়া হয়নি।
ভিক্টোরিয়া
ভিক্টোরিয়া স্থানীয়ভাবে ৫৭জন নতুন রোগী রেকর্ড করেছে, যার মধ্যে তিনজনের সংক্রমণ উৎস অজানা। সংক্রামক অবস্থায় ১৩ জন কমিউনিটির মধ্যে ছিল।
ডেপুটি চিফ হেলথ অফিসার বেন কাউই বলেছেন, বর্জ্য পানির একাধিক পরীক্ষায় দেখা যায় উত্তর -পূর্ব ভিক্টোরিয়ার শেপার্টন এবং মেলবোর্নের শহরতলি আরডিয়ারে ভাইরাস রয়েছে।
অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি
অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিতে (এসিটি) স্থানীয়ভাবে সনাক্ত হয়েছে ১৬টি নতুন কেইস, যার মধ্যে পাঁচটির উৎস অজানা। ক্যানবেরায় এখন মোট সক্রিয় কেইস ৮৩টি।
ক্যানবেরার লাইট রেল, বাস রুট, টার্নার এলাকার একটি প্রাথমিক শিক্ষা কেন্দ্র এবং বেলকনেন এলাকার একটি ডাক্তারখানা নতুন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
অস্ট্রেলিয়া জুড়ে গত ২৪ ঘণ্টা
- বৃহত্তর ডারউইনে লকডাউন প্রত্যাহার করা হলেও রয়েছে।
- ক্যাথরিনের লকডাউন শুক্রবার ২০ আগস্ট শুক্রবার রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
- প্রিমিয়ার আনাস্তাসিয়া প্যালুসেই নিউ সাউথ ওয়েলসের সাথে কুইন্সল্যান্ড সীমান্তে সেনা মোতায়েনের অনুরোধ করেছেন।

Source: ALC
কোভিড-১৯ মিথ (অতিকথা)
স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।
কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)
বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।
কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট
কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:
- নিউ সাউথ ওয়েলস and
- ভিক্টোরিয়া , and
- এসিটি and
- নর্দার্ন টেরিটোরি and
- কুইন্সল্যান্ড and
- সাউথ অস্ট্রেলিয়া and
- ট্যাসমানিয়া and
- ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া and
আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে ক্লিক করুন।
আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য এর সর্বশেষ আপডেট দেখুন।
READ MORE

নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন: , , , , , , .
নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:
আরও দেখুন: