কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তিরা যে-সব ফ্লাইটে ছিলেন সেগুলোর যাত্রীদেরকে সতর্ক করলো নিউ সাউথ ওয়েলস হেলথ বিভাগ

গত এক দিনে আরও ৩৯টি কেস শনাক্ত করা হয়েছে, ফলে নিউ সাউথ ওয়েলসে সুনিশ্চিতভাবে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ২১০ এ উপনীত হয়েছে। যে-সব ফ্লাইটে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা ছিলেন, সেগুলোর যাত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে সতর্ক করেছে নিউ সাউথ ওয়েলস হেলথ ডিপার্টমেন্ট।

Gladys Berejiklian and Dr Kerry Chant

The NSW government and its health authorities are ramping up efforts to contain the COVID-19 virus. (AAP) Source: AAP

নিউ সাউথ ওয়েলস সরকারের হেলথ ডিপার্টমেন্ট থেকে আজ ১৭ মার্চ, মঙ্গলবার সকাল ১১টায় একটি প্রকাশ করা হয়। এতে নিউ সাউথ ওয়েলসে কোভিড-১৯ এর সাম্প্রতিক চিত্র বর্ণিত হয়েছে।

গত এক দিনে এই রাজ্যে আরও ৩৯টি কেস শনাক্ত করা হয়েছে ফলে নিউ সাউথ ওয়েলসে সুনিশ্চিতভাবে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ২১০ এ উপনীত হয়েছে। অন্য রাজ্য থেকে এখানে আগত ব্যক্তিরা যারা এখানে স্বাস্থ্যসেবা গ্রহণ করছেন তাদেরকেও এর অন্তর্ভুক্ত করা হয়েছে।

১,৪৮২টি কেস এখনও যাচাই করে দেখা হচ্ছে। আর, এ পর্যন্ত ২৮,৫৫২ ব্যক্তিকে পরীক্ষা করে নেগেটিভ রেজাল্ট পাওয়া গেছে। সব মিলিয়ে এ পর্যন্ত ৩০,২৪৪ ব্যক্তিকে পরীক্ষা করা হয়েছে।

এ রাজ্যে ২১০ জন আক্রান্তের মধ্যে ১০৬ জন নারী এবং ১০৪ জন পুরুষ। এদের মধ্যে ১০ থেকে ১৯ বছর বয়সী ১১ জন, ২০ থেকে ২৯ বছর বয়সী ৩০ জন, ৩০ থেকে ৩৯ বছর বয়সী ৫২ জন, ৪০ থেকে ৪৯ বছর বয়সী ৩৭ জন, ৫০ থেকে ৫৯ বছর বয়সী ৩৫ জন এবং ৬০ থেকে ৬৯ বছর বয়সী ৩১ জন রয়েছেন। তবে, ৭০ থেকে ১০০ বছর বয়সীদের সংখ্যা তুলনামূলকভাবে কম,  ১৪ জন।

এদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার বাইরে (৯০ জন)। এ ছাড়া, সুনিশ্চিতভাবে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন ৫৪ জন। ২৪ জনের কারণ জানা যায় নি এবং বাকি ৪২ জনের কারণ সম্পর্কে এখনও খোঁজ নেওয়া হচ্ছে।

নিম্ন-লিখিত ফ্লাইটগুলোর যাত্রীদেরকে ও সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে সতর্ক করছে নিউ সাউথ ওয়েলস হেলথ ডিপার্টমেন্ট। তাদের শরীরে যদি আক্রান্ত হওয়ার কোনো উপসর্গ দেখা দেয় তাহলে চিকিৎসকের শরণাপন্ন হতে বলা হচ্ছে। তবে, ডাক্তারের কাছে যাওয়া যাবে না, প্রথমে ফোনে কথা বলতে হবে। এ ছাড়া, হেলথডিরেক্ট-এ কল করা যাবে এই নম্বরে: 1800 022 222

যে-সব ফ্লাইটে সুনিশ্চিতভাবে আক্রান্ত ব্যক্তি পাওয়া গেছে সেগুলো হলো:

Flight details of confirmed cases:

  • Singapore Airlines flight SQ221 from Singapore to Sydney, arriving 2 March 2020. Close contacts were in rows 91 – 95
  • Etihad flight EY450 from Abu Dhabi to Sydney, arriving 6 March 2020. Close contacts were on rows 42-46
  • Singapore Airlines flight SQ231 from Singapore to Sydney, arriving 6 March 2020. Close contacts were in rows 19 – 24
  • Emirates flight EK414 from Dubai to Sydney, arriving 8 March 2020. Close contacts were in rows 11 – 16, 45 – 49 and 58 – 62
  • Virgin Australia flight VA2 from Los Angeles to Sydney, arriving 11 March 2020. Close contacts were in rows 2 – 6
  • Qantas flight QF 8 from Dallas to Sydney, arriving 11 March 2020. Close contacts were in rows 11 – 15 and rows 74 – 77
  • Qantas flight QF424 from Melbourne to Sydney, arriving 11 March 2020. Close contacts were in rows 1 – 3
  • Qantas flight QF12 from Los Angeles to Sydney, arriving 12 March 2020. Close contacts were in rows 2 – 5
  • Etihad flight EY450 from Abu Dhabi to Sydney, arriving 12 March 2020. Close contacts were in rows 42 – 45
  • Qantas flight QF426 from Melbourne to Sydney, arriving 14 March 2020. Close contacts were in rows 8 – 12
  • Emirates flight EK414 from Dubai to Sydney, arriving 15 March 2020. Close contacts were in rows 39 – 43
cronavirus, australia,
WHO classifies COVID-19 outbreak as a pandemic. Source: AAP Image/IPA/ABACAPRESS.COM
করোনাভাইরাসের লক্ষণ, ফেডারাল সরকারের ওয়েবসাইট অনুসারে, হাল্কা অসুস্থ্যতা থেকে নিওমোনিয়ার মতো হতে পারে। এ ছাড়া জ্বর, কাশি, গলায় প্রদাহ, অবসাদ এবং শ্বাস-কষ্টও দেখা দিতে পারে।

মঙ্গলবার বিকাল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে, যে-সব ব্যক্তি সম্প্রতি বিদেশ ভ্রমণ করে এসেছেন কিংবা সুনিশ্চিতভাবে কোভিড-১৯ এ আক্রান্ত কারও সংস্পর্শে এসেছেন এবং গত ১৪ দিনে তার শরীরে এর লক্ষণ দেখা দিয়েছে, তাদেরকে কোভিড-১৯ পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

আপনি যদি মনে করেন যে, আপনি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাহলে আপনার ডাক্তারকে কল করুন। ডাক্তারের কাছে যাবেন না। আপনি ন্যাশনাল করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইনেও কল করতে পারেন এই নম্বরে: 1800 020 080

আপনার যদি শ্বাস-কষ্ট কিংবা মেডিকেল ইমার্জেন্সি দেখা দেয়, তাহলে 000 নম্বরে কল করুন।


Follow SBS Bangla on .


Share
Published 17 March 2020 5:16pm
Updated 17 March 2020 5:22pm
By Sikder Taher Ahmad

Share this with family and friends