- নিউ সাউথ ওয়েলসে পরিবারিক জমায়েতগুলো উচ্চ সংখ্যায় ভাইরাস সনাক্ত হওয়ার মূল কারণ বলে ধারণা করা হচ্ছে।
- ভিক্টোরিয়ায় রেস্ট্রিকশন শিথিল করার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।
- সাউথ অস্ট্রেলিয়া লকডাউনের ইতি টানার বিষয়টি নিশ্চিত করেছে।
- ভাইরাসে পজেটিভ এক রোগী সিডনি লকডাউন থেকে পালিয়ে কুইন্সল্যান্ড যাবার পর রাজ্যটি উচ্চ সতর্কতায় রয়েছে।
নিউ সাউথ ওয়েলস
নিউ সাউথ ওয়েলস স্থানীয়ভাবে আরো ১৪৫টি নতুন ভাইরাস রোগী সনাক্তের রেকর্ড করেছে। ফেয়ারফিল্ডে রোগী সনাক্তের সংখ্যা কমে গেছে। পুলিশ কমিশনার মিক ফুলার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে, সিডনিতে লকডাউনের সময় কেউ প্রতিবাদ সমাবেশ করার পরিকল্পনা করলে তাকে গ্রেপ্তার করা হবে।
সামনের দিনগুলিতে, স্থানীয় ফার্মেসীগুলি ষাটের বেশি বয়সীদের অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন দিতে পারবে, ঘোষণা দিয়েছেন নিউ সাউথ ওয়েলসের চিফ হেলথ অফিসার ডাঃ কেরি চ্যান্ট। তিনি জোর দিয়ে বলেন, ফাইজার কোভিড -১৯ ভ্যাকসিনের ঘাটতি রয়েছে।
ভিক্টোরিয়া
ভিক্টোরিয়া স্থানীয়ভাবে ১১টি নতুন কেইস রেকর্ড করেছে। সমস্ত কেইসগুলোই চলতি ডেল্টা প্রাদুর্ভাবের সাথে যুক্ত এবং সনাক্তরা সংক্রামক অবস্থায় পৃথক অবস্থায় ছিল। সক্রিয় কেইসের মোট সংখ্যা ১৯০টি।
পঞ্চম লকডাউনটি ২৭ জুলাই মঙ্গলবার রাত ১১;৫৯ মিঃ শেষ হবে। তবে কর্তৃপক্ষ বলছে, "কিছুই এখনও চূড়ান্ত হয়নি"।
গত ২৪ ঘন্টা অস্ট্রেলিয়া জুড়ে
বাধ্যতামূলক ফেস মাস্কের নিষেধাজ্ঞাগুলি দক্ষিণ পূর্ব কুইন্সল্যান্ড জুড়ে জারি রয়েছে। সন্ধান করুন।
সাউথ অস্ট্রেলিয়া লকডাউন বিধিনিষেধ প্রত্যাহার করতে চলেছে বুধবার, মধ্যরাত ১২:০১মি:, তবে কিছু বিধি কার্যকর থাকবে।
ফেডারেল স্বাস্থ্য বিভাগের মতে অস্ট্রেলিয়ায় ২১১৭ সক্রিয় কোভিড -১৯ কেস রয়েছে।
কোভিড-১৯ মিথ (অতিকথা)
স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।
কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)
বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।
কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট
কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:
- নিউ সাউথ ওয়েলস and
- ভিক্টোরিয়া , and
- এসিটি and
- নর্দার্ন টেরিটোরি and
- কুইন্সল্যান্ড and
- সাউথ অস্ট্রেলিয়া and
- ট্যাসমানিয়া and
- ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া and
আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে ক্লিক করুন।
আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য এর সর্বশেষ আপডেট দেখুন
আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন: , , , , , , .
নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:
আরও দেখুন: