কোভিড-১৯ আপডেট: নিউ সাউথ ওয়েলসে দৈনিক সংক্রমণ-সংখ্যা ৫০০০ পেরিয়েছে, ভিক্টোরিয়ায় মাস্ক পরিধান বাধ্যতামূলক

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ২৩ ডিসেম্বর ২০২১ এর আপডেট এটি।

Testing clinics have been stretched across NSW.

Testing clinics have been stretched across NSW. Source: AAP

  • নিউ সাউথ ওয়েলসে দৈনিক কোভিড সংক্রমণ সংখ্যা ৫,০০০ পেরিয়েছে। এই প্রথম অস্ট্রেলিয়ায় এক দিনে এতগুলো সংক্রমণ সনাক্ত করা হলো।
  • ডাকযোগে বিনামূল্যে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট পাঠানোর কথা ভাবছে নিউ সাউথ ওয়েলস সরকার। রিটেইল ও হসপিটালিটি ভেন্যুগুলোতে কিউআর চেক-ইন আবারও বাধ্যতামূলক করা হতে পারে।
  • ইনডোর ভেন্যুগুলোতে বাধ্যতামূলতা মাস্ক পরিধান করার নিয়ম ফিরিয়ে আনার বিরোধিতা করছেন প্রিমিয়ার ডমিনিক পেরোটে। তবে, উচ্চ-ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সবাইকে মাস্ক পরিধানের পরামর্শ দিচ্ছে নিউ সাউথ ওয়েলস হেলথ।
  • ভিক্টোরিয়ায় বৃহস্পতিবার রাত ১১:৫৯ পিএম থেকে আট বছর ও তদূর্ধ্ব বয়সদের জন্য ইনডোরে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক করা হবে। অ্যাক্টিং প্রিমিয়ার জেমস মার্লিনো এ ঘোষণা করেছেন।
  • কুইন্সল্যান্ডে ৩৬৯ টি কোভিড কেস সনাক্ত। রাজ্যটিতে এক দিনে এটিই সর্বোচ্চ সনাক্ত হওয়ার রেকর্ড।
  • বুধবার ন্যাশনাল কেবিনেট মিটিংয়ের পর প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, বাধ্যতামূলক ফেস মাস্ক পরিধানের বিষয়টি এখন সরকার বিবেচনা করছে না।
  • যুক্তরাজ্যে দৈনিক কোভিড-১৯ কেস সনাক্তের সংখ্যা ১০০,০০০ পেরিয়েছে। ক্রিসমাসের সময়ে কঠোর বিধি-নিষেধ আরোপের বিরোধিতা করছেন দেশটির প্রধানমন্ত্রী।

কোভিড-১৯ পরিসংখ্যান

  • নিউ সাউথ ওয়েলসে স্থানীয়ভাবে ৫,৭১৫ টি নতুন কেস সনাক্ত, এক জনের মৃত্যু।
  • ভিক্টোরিয়ায় স্থানীয়ভাবে ২,০০৫ টি নতুন কেস সনাক্ত, ১০ জনের মৃত্যু।
  • কুইন্সল্যান্ডে ৩৬৯ টি, এসিটি-তে ৮৫ টি এবং টাসম্যানিয়ায় ২৬ টি নতুন কেস সনাক্ত।

কোয়ারেন্টিন, ভ্রমণ এবং টেস্টিং

 কোভিড-১৯ ভ্রমণ-বিষয়ক তথ্যাবলী
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Follow SBS Bangla on .

Share
Published 23 December 2021 2:32pm
Presented by Sikder Taher Ahmad


Share this with family and friends