- নিউ সাউথ ওয়েলসে দৈনিক কোভিড সংক্রমণ সংখ্যা ৫,০০০ পেরিয়েছে। এই প্রথম অস্ট্রেলিয়ায় এক দিনে এতগুলো সংক্রমণ সনাক্ত করা হলো।
- ডাকযোগে বিনামূল্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পাঠানোর কথা ভাবছে নিউ সাউথ ওয়েলস সরকার। রিটেইল ও হসপিটালিটি ভেন্যুগুলোতে কিউআর চেক-ইন আবারও বাধ্যতামূলক করা হতে পারে।
- ইনডোর ভেন্যুগুলোতে বাধ্যতামূলতা মাস্ক পরিধান করার নিয়ম ফিরিয়ে আনার বিরোধিতা করছেন প্রিমিয়ার ডমিনিক পেরোটে। তবে, উচ্চ-ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সবাইকে মাস্ক পরিধানের পরামর্শ দিচ্ছে নিউ সাউথ ওয়েলস হেলথ।
- ভিক্টোরিয়ায় বৃহস্পতিবার রাত ১১:৫৯ পিএম থেকে আট বছর ও তদূর্ধ্ব বয়সদের জন্য ইনডোরে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক করা হবে। অ্যাক্টিং প্রিমিয়ার জেমস মার্লিনো এ ঘোষণা করেছেন।
- কুইন্সল্যান্ডে ৩৬৯ টি কোভিড কেস সনাক্ত। রাজ্যটিতে এক দিনে এটিই সর্বোচ্চ সনাক্ত হওয়ার রেকর্ড।
- বুধবার ন্যাশনাল কেবিনেট মিটিংয়ের পর প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, বাধ্যতামূলক ফেস মাস্ক পরিধানের বিষয়টি এখন সরকার বিবেচনা করছে না।
- যুক্তরাজ্যে দৈনিক কোভিড-১৯ কেস সনাক্তের সংখ্যা ১০০,০০০ পেরিয়েছে। ক্রিসমাসের সময়ে কঠোর বিধি-নিষেধ আরোপের বিরোধিতা করছেন দেশটির প্রধানমন্ত্রী।
কোভিড-১৯ পরিসংখ্যান
- নিউ সাউথ ওয়েলসে স্থানীয়ভাবে ৫,৭১৫ টি নতুন কেস সনাক্ত, এক জনের মৃত্যু।
- ভিক্টোরিয়ায় স্থানীয়ভাবে ২,০০৫ টি নতুন কেস সনাক্ত, ১০ জনের মৃত্যু।
- কুইন্সল্যান্ডে ৩৬৯ টি, এসিটি-তে ৮৫ টি এবং টাসম্যানিয়ায় ২৬ টি নতুন কেস সনাক্ত।
কোয়ারেন্টিন, ভ্রমণ এবং টেস্টিং
কোভিড-১৯ ভ্রমণ-বিষয়ক তথ্যাবলী
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন: , , , , , , .
নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: