- হেলথকেয়ার স্টাফদের কোয়ারেন্টিন টাইম কমালো নিউ সাউথ ওয়েলস হেলথ। এখন তারা ১৪ দিনের পরিবর্তে ৭ দিন পরেই আইসোলেশন বা নির্জনবাস থেকে বের হতে পারবেন এবং কাজে ফিরতে পারবেন।
- টেস্টের রেজাল্ট জানানোর ক্ষেত্রে ভুল হওয়ার কথা স্বীকার করেছে সিডনির সেইন্ট ভিনসেন্ট হসপিটাল কর্তৃপক্ষ। সোমবার প্রকাশিত হয় যে, তারা প্রায় ১০০০ লোককে কোভিড-নেগেটিভ মেসেজ পাঠিয়েছে, অথচ তখন পর্যন্ত টেস্টগুলোর রেজাল্ট হয় নি।
- কুইন্সল্যান্ডে ভ্রমণের ক্ষেত্রে যে-সব শর্ত আরোপ করা হয়েছে, সেগুলোর ফলে পিসিআর টেস্টিংয়ের ক্ষেত্রে দীর্ঘ লাইন লেগে গেছে বলেছেন নিউ সাউথ ওয়েলসের হেলথ মিনিস্টার ব্রাড হ্যাজার্ড। তিনি একে “টুরিজম টেস্টিং” বলে সমালোচনা করেন।
- কুইন্সল্যান্ডের হেলথ মিনিস্টার বলেন, আন্তঃরাজ্য ভ্রমণকারীরা কুইন্সল্যান্ডে পৌঁছানোর পর পঞ্চম দিনে যে টেস্ট করার নিয়ম রয়েছে, সেটা বাতিল করবে কুইন্সল্যান্ড। তবে, সীমান্ত অতিক্রমের আবেদনের ক্ষেত্রে এখনও এই টেস্টের জন্য ভ্রমণকারীদেরকে সম্মতি দিতে হয়।
- ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায়, পার্থ এবং পিল রিজিওনে আগামী ৪ জানুয়ারি, ২০২২ মঙ্গলবার সকাল ৬:০০ এএম পর্যন্ত জনস্বার্থে বিদ্যমান বিধিনিষেধগুলো জারি থাকবে।
- গতকাল, অস্ট্রেলিয়া এক দিনে ১০,০০০ এরও বেশি নতুন কোভিড-১৯ সংক্রমণ সনাক্ত হওয়ার রেকর্ড করেছে। নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া এবং সাউথ অস্ট্রেলিয়ায় সংক্রমণের হার বেশি দেখা যাচ্ছে এবং নিউ সাউথ ওয়েলসে ইতোমধ্যে ওমিক্রন ভেরিয়েন্টে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও রেকর্ড করা হয়েছে।
কোভিড-১৯পরিসংখ্যান
- নিউ সাউথ ওয়েলসে স্থানীয়ভাবে ৬,০৬২ টি নতুন কেস সনাক্ত, এক জনের মৃত্যু।
- ভিক্টোরিয়ায় স্থানীয়ভাবে ২,৭৩৮ টি নতুন কেস সনাক্ত, চার জনের মৃত্যু।
- কুইন্সল্যান্ডে ১,১৫৮ টি কমিউনিটি কেস সনাক্ত এবং কোভিড-১৯ উপসর্গ নিয়ে ছয় জন হাসপাতালে চিকিৎসাধীন।
- টাসম্যানিয়ায় কোভিড-১৯ এর ৪৩ টি নতুন কেস সনাক্ত।
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধি-নিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই ।
কোয়ারেন্টিন, ভ্রমণ এবং টেস্টিং
কোভিড-১৯ ভ্রমণ-বিষয়ক তথ্যাবলী
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন: , , , , , , .
নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: