- নিউ সাউথ ওয়েলসে এই প্রথম ওমিক্রনে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যুর কথা জানা গেছে।
- হেলথকেয়ার সিস্টেমের ওপর থেকে চাপ কমানোর জন্য, প্রয়োজন না হলে কোভিড-১৯ টেস্টিং সাইট এবং ইমার্জেন্সি বিভাগগুলোতে না যেতে অস্ট্রেলিয়ানদের প্রতি আহবান জানিয়েছে রাজ্য সরকারগুলো।
- নিউ সাউথ ওয়েলস হেলথ শুধুমাত্র তাদেরকে পিসিআর টেস্ট করতে উৎসাহিত করছে, যাদের মাঝে কোভিড-১৯ লক্ষণ ও উপসর্গ রয়েছে কিংবা যাদেরকে এটা করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
- কোভিড টেস্টিংয়ের ক্ষেত্রে পরিবর্তন আনার কথা বিবেচনা করছে ভিক্টোরিয়া সরকার। তারা দেখতে পেয়েছে যে, কোনো কোনো ক্লোজ কন্টাক্ট র্যাপিড অ্যান্টিজেন টেস্টিংয়ের মাধ্যমে নিজেদেরকে সম্ভাব্য আইসোলেশন বা নির্জনবাস থেকে মুক্ত রাখছে।
- নিউ সাউথ ওয়েলসে আজ থেকে আবারও বাধ্যতামূলক কিউ-আর চেক-ইন বলবৎ করা হচ্ছে। এছাড়া, পাব, রেস্টুরেন্ট এবং ক্লাবগুলোতে নতুন জন-ঘনত্বের নিয়মও চালু করা হচ্ছে।
- সাউথ অস্ট্রেলিয়ার প্রিমিয়ার স্টিভেন মার্শাল আরও কিছু কোভিড-১৯ বিধি-নিষেধ ঘোষণা করেছেন, যার মধ্যে রয়েছে ভেন্যুগুলোতে জন-ঘনত্ব এবং পারিবারিক দর্শনার্থীদের সংখ্যার পরিবর্তন।
- রাজ্যে আগমনকারীদের বাধ্যতামূলক পিসিআর টেস্ট বাতিল করেছে সাউথ অস্ট্রেলিয়া।
- সফরকারী ইংল্যান্ডের ক্রিকেট দলের চার জনের কোভিড সংক্রমণ সনাক্ত হওয়ায় হুমকির মুখে পড়েছে অ্যাশেজ।
- যুক্তরাজ্যে কোভিড সংক্রমণ বৃদ্ধি কমাতে নতুন বিধি-নিষেধ জারি করা হয়েছে। ওয়েলস, স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ড কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি রোধে উদ্যোগ নিয়েছে।
কোভিড-১৯ পরিসংখ্যান
- নিউ সাউথ ওয়েলসে স্থানীয়ভাবে সংক্রমিত ৬,৩২৪ টি নতুন কেস সনাক্ত এবং তিন জনের মৃত্যু।
- ভিক্টোরিয়ায় স্থানীয়ভাবে সংক্রমিত ১,৯৯৯ টি নতুন কেস সনাক্ত এবং তিন জনের মৃত্যু।
- কুইন্সল্যান্ডে ৭৮৪ টি, সাউথ অস্ট্রেলিয়ায় ৭৭৪ টি এবং এসিটি-তে ১৮৯ টি কেস সনাক্ত।
- টাসম্যানিয়ায় ৩৫ টি নতুন কেস সনাক্ত।
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধি-নিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই ।
কোয়ারেন্টিন, ভ্রমণ এবং টেস্টিং
কোভিড-১৯ ভ্রমণ-বিষয়ক তথ্যাবলী
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন: , , , , , , .
নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: