কোভিড -১৯ আপডেট: নিউ সাউথ ওয়েলস আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে পাইলট প্রোগ্রাম চালু করছে, ভিক্টোরিয়া আরো দ্রুত মডার্না ভ্যাকসিন দেয়ার সাইট খুলছে

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ২৪ সেপ্টেম্বর, ২০২১ এর আপডেট এটি।

Victorian Police officers patrol through Bourke Street Mall ahead of a planned rally against mandatory Covid-19 vaccinations in Melbourne, Friday, September 24, 2021. (AAP Image/James Ross) NO ARCHIVING

Victorian Police officers patrol through Bourke Street Mall ahead of a planned rally in Melbourne, Friday, September 24, 2021. Source: AAP/James Ross

  • এনএসডব্লিউতে ১২ থেকে ১৫ বছর বয়সী এক তৃতীয়াংশ শিশু তাদের প্রথম ডোজ পেয়েছে
  • ভিক্টোরিয়া মডার্না ভ্যাকসিনের অতিরিক্ত ডোজ ঘোষণা করেছে
  • ACT এর এক্সপোজার সাইটের তালিকা বৃদ্ধি পেয়েছে
  • যোগ্য অস্ট্রেলিয়ানদের পঞ্চাশ শতাংশ সম্পূর্ণরূপে টিকা নিয়েছে

নিউ সাউথ ওয়েলস

এনএসডব্লিউ স্থানীয়ভাবে ১,০৪৩ টি নতুন কেস এবং ১১ জনের মৃত্যু রেকর্ড করেছে।

এনএসডব্লিউ প্রায় ৫০০ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফিরিয়ে আনার জন্য একটি পাইলট প্রোগ্রাম চালু করছে। এই সুযোগ তাদের জন্য যারা ফাইজার, মডার্না বা অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন নিয়েছে।

পশ্চিমা এনএসডব্লিউর লাইটনিং রিজ, দক্ষিণ এনএসডাব্লুর জিন্দাবাইন, দক্ষিণ টেবিলল্যান্ডসের ক্রুকওয়েল এবং উত্তর এনএসডাব্লুর দক্ষিণ লিসমোর থেকে নর্দমার নমুনায় কোভিড -১৯ এর উপাদান পাওয়া গেছে।

আপনার ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্ট বুক করুন 

ভিক্টোরিয়া

ভিক্টোরিয়া স্থানীয়ভাবে অর্জিত ৭৩৩ টি নতুন কেস রেকর্ড করেছে, যার মধ্যে ৮৪ শতাংশ মানুষ ৫০ বছরের কম বয়সী। একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী মার্টিন ফোলি বলেছেন, রাজ্য জুড়ে ৭০০টিরও বেশি ফার্মেসি আগামী সপ্তাহগুলিতে তিন লাখেরও বেশি মডার্নার ডোজ পাবে। এছাড়াও, মডার্না ভ্যাকসিনের প্রায় ৩২,০০০ অতিরিক্ত ডোজ ভ্যাকসিনেশন সাইটগুলিতে বরাদ্দ করা হবে এবং এগুলো ১২ থেকে ৫৯ বছর বয়সীরা পাবে।

আপনার কাছাকাছি একটি ভ্যাকসিনেশন সেন্টারের জন্য 

অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি

এই অঞ্চলে স্থানীয়ভাবে ১৯ টি নতুন কেস রেকর্ড করা হয়েছে।

ক্যানবেরার উত্তরে ক্যালভারি হেইডন রিটায়ারমেন্ট কমিউনিটির একজন সম্পূর্ণরূপে টিকা দেওয়া নার্স কোভিড -১৯-এ সনাক্ত হয়েছেন। ACT-তে এখন ৪৫০টি আছে।

আপনার কোভিড -১৯ ভ্যাকসিনেশন বুক করতে ক্লিক করুন 

অস্ট্রেলিয়া জুড়ে গত ২৪ ঘণ্টা

টাসম্যানিয়ার হোম কোয়ারেন্টিন ট্রায়াল আজ থেকে শুরু হচ্ছে, যাত্রীদের গণপরিবহন ব্যবহার এড়াতে বিমানবন্দর থেকে নেগেটিভ COVID-19 পরীক্ষা এবং ব্যক্তিগত পরিবহন ব্যবহার করার মতো নিয়ম অনুসরণ করতে হবে।
COVID-19 myths
Source: SBS

কোভিড-১৯ মিথ (অতিকথা)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

Follow SBS Bangla on .

Share
Published 24 September 2021 1:27pm
Updated 24 September 2021 1:35pm
By SBS/ALC Content
Presented by Shahan Alam
Source: SBS


Share this with family and friends