কোভিড -১৯ আপডেট: টিকা দেওয়া বাসিন্দাদের নিউ সাউথ ওয়েলসে অধিকতর স্বাধীনতার প্রতিশ্রুতি, ভিক্টোরিয়ায় আরো মানুষ টিকার আওতায় আসছে

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ২৪ আগস্ট, ২০২১ এর আপডেট এটি।

drive-through testing site at Shepparton Sports Precinct in Shepparton, Victoria, Tuesday, August 24, 2021.

صف رانندگان در پشت یک کلینیک سواره آزمایش کرونا در شهر شیپرتون Source: AAP Image/Daniel Pockett

  • নিউ সাউথ ওয়েলসে এ পর্যন্ত ছয় মিলিয়ন লোক ভ্যাকসিন নিয়েছে
  • ভিক্টোরিয়ায় আরো মানুষ টিকার আওতায় আসছে
  • ACT সর্বোচ্চ সংখ্যক রোগী রেকর্ড করেছে
  • কুইন্সল্যান্ড দুটি স্থানীয় রোগী রেকর্ড করেছে

নিউ সাউথ ওয়েলস

রাজ্যে স্থানীয়ভাবে ৭৫৩ জন নতুন রোগী সনাক্ত হয়েছে, যেখানে কমপক্ষে ৪৯ জন সংক্রমিত অবস্থায় কমিউনিটিতে ছিল।

প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান বলেছেন যে রাজ্যটি এখন ৬ মিলিয়ন ভ্যাকসিন প্রদানের মাইলফলক অতিক্রম করেছে, যার অর্থ নিউ সাউথ ওয়েলসে মোট জনসংখ্যার ৬০ শতাংশ কমপক্ষে একটি ডোজ পেয়েছে।

সবচেয়ে বেশি আক্রান্ত ১২টি স্থানীয় সরকার এলাকার ১৬ থেকে ৩৯ বছর বয়সী এবং প্রতিবন্ধী এবং চাইল্ড-কেয়ার কর্মীদের টিকা বুকিংয়ের জন্য অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

এদিকে স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে এই সপ্তাহের শেষে বৃহত্তর সিডনিতে পুরো ভ্যাকসিন দেয়া লোকজনের চলাচলে বিধি শিথিল করা হবে। 

ভ্যাকসিনের জন্য আজই অ্যাপয়েন্টমেন্ট করুন 

ভিক্টোরিয়া

ভিক্টোরিয়া স্থানীয় ৫০ জন নতুন রোগী রেকর্ড করেছে, যার মধ্যে দশটির উৎস অজানা। সংক্রমিত অবস্থায় ৩৯ জন কমিউনিটিতে ছিল।

প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেছেন যে, রাজ্য পরিচালিত টিকা কেন্দ্রে বুধবার, ২৫ আগস্ট থেকে ১৬ বছর বা তার বেশি বয়সী যে কেউ ফাইজার বা অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিনের জন্য যোগ্য হবেন।

এক্সপোজার সাইটগুলোর তালিকা দেখুন , আর, ভ্যাকসিনেশন সেন্টারগুলোর তালিকা দেখুন 

অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি

অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি বা এসিটি স্থানীয় ৩০ জন নতুন রোগী রেকর্ড করেছে, সংক্রমিত অবস্থায় ১৭ জন কমিউনিটিতে ছিল।

খারাপ আবহাওয়ার কারণে বন্ধ হয়ে যাওয়া কাম্বাহ এবং বৃন্দাবেলা বিজনেস পার্কের টেস্টিং সাইটগুলি আগামীকাল আবার খুলবে।

এক্সপোজার সাইটগুলোর তালিকা দেখুন , আর, আপনি কোভিড-১৯ টিকা পাওয়ার উপযুক্ত কিনা সেজন্য দেখুন 

অস্ট্রেলিয়া জুড়ে গত ২৪ ঘণ্টায়

  • কুইন্সল্যান্ড দুজন স্থানীয় রোগী রেকর্ড করেছে যা বর্তমানে তদন্তাধীন।
  • ডোহার্টি ইনস্টিটিউট জোর দিয়ে বলেছে যে অস্ট্রেলিয়ার ৭০-৮০ শতাংশ মানুষ টিকা নিলে সবকিছু খুলে দেওয়ার জন্য নিরাপদ, সনাক্ত সংখ্যা যতই হোক না কেন। তবে তারপরেও জনস্বাস্থ্য বিধি ব্যবস্থা থাকতে হবে।

কোভিড-১৯ মিথ (অতিকথা)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

Follow SBS Bangla on .

আরও দেখুন:


Share
Published 24 August 2021 1:56pm
Updated 24 August 2021 1:58pm
By SBS/ALC Content
Presented by Shahan Alam
Source: SBS


Share this with family and friends