- নিউ সাউথ ওয়েলসের ওয়েস্ট এবং বায়রন বে-এর ট্রাঞ্জিতে বর্জ্য পানিতে কোভিড-১৯ সনাক্ত।
- ভিক্টোরিয়ায় সংক্রমিত ব্যক্তিদের বেশিরভাগেরই বয়স চল্লিশের নিচে।
- এসিটি-তে ফাইজার ভ্যাকসিন পাওয়ার শর্ত শিথিল করা হয়েছে।
- কুইন্সল্যান্ডে ট্রাক-চালকদের প্রতিবাদ।
আগামী ২ সেপ্টেম্বর, ২০২১ বৃহস্পতিবার থেকে নিউ সাউথ ওয়েলস সরকারের প্রেস কনফারেন্স দোভাষীর মাধ্যমে বাংলায় শুনুন ও দেখুন, প্রতিদিন, সরাসরি, অনডিমান্ড-এ এবং এসবিএস বাংলার ফেসবুকে।
নিউ সাউথ ওয়েলস
নিউ সাউথ ওয়েলসে স্থানীয়ভাবে সংক্রমিত ১,২৯০টি নতুন করোনাভাইরাস কেস সনাক্ত করা হয়েছে। এগুলোর মধ্যে ৮৮৩টি সনাক্ত হয়েছে ওয়েস্টার্ন ও সাউথ-ওয়েস্টার্ন সিডনিতে। চার ব্যক্তি মারা গেছেন।
প্রিমিয়ার নিশ্চিত করেছেন যে, প্রাপ্ত-বয়স্ক জনসংখ্যার প্রায় তিন ভাগের দুই ভাগ এক ডোজ করে টিকা লাগিয়েছেন। আর, ৩৬ শতাংশ লোক দুই ডোজই নিয়েছেন। আশা করা হচ্ছে যে, অক্টোবর নাগাদ এ রাজ্যের ৭০ শতাংশ বাসিন্দা পুরোপুরি টিকা গ্রহণ করবেন।
এল-জি-এ অফ কনসার্ন এলাকাগুলোতে যে-সব বাস করেন, এল-জি-এ অফ কনসার্নে বসবাসকারী এবং যারা এল-জি-এ অফ কনসার্নে বাস করেন কিংবা কাজ করেন, তাদের সবার জন্য কোভিড-১৯ ভ্যাকসিনের বুকিংয়ের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
ভিক্টোরিয়া
ভিক্টোরিয়ায় স্থানীয়ভাবে সংক্রমিত নতুন ৭৩টি কেস সনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ২১টিরও বেশি কেসের ক্ষেত্রে বিদ্যমান প্রাদূর্ভাবগুলোর সঙ্গে কোনো যোগসূত্র জানা যায় নি। রাজ্যটির ৮০৫টি সক্রিয় কেসের মধ্যে চার ভাগের তিন ভাগেরই বয়স ৪০ বছরের নিচে।
চিফ হেলথ অফিসার ড. ব্রেট সাটন বলেন, রহস্যজনক কেসগুলোর এলাকাগুলো ছাড়া, বিশেষত, হবসন্স বে, উইন্ডহ্যাম, এবং হিউম লোকাল গভার্নমেন্ট এরিয়া ছাড়া, ‘প্রাদূর্ভাবের বেশিরভাগই নিয়ন্ত্রণে রয়েছে’।
অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি
এসিটি-তে স্থানীয়ভাবে সংক্রমিত নতুন ১২টি কেস সনাক্ত করা হয়েছে। এদের মধ্যে অন্তত ছয় জন সংক্রমিত থাকা অবস্থায় কমিউনিটিতে ছিলেন।
চিফ মিনিস্টার অ্যান্ড্রু বার ঘোষণা করেন যে, আগামী দিনগুলোতে রাজ্য-পরিচালিত ক্লিনিকগুলোতে ১৬-২৯ বছর বয়সীরা ফাইজার ভ্যাকসিন লাগাতে পারবে।
অস্ট্রেলিয়া জুড়ে বিগত ২৪ ঘণ্টায়
- লকডাউনগুলো তুলে নেওয়া এবং সীমান্তগুলো খুলে দেওয়ার দাবিতে কুইন্সল্যান্ডের ট্রাক-চালকরা গোল্ড কোস্ট এবং ব্রিসবেনের মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক অচল করে দিয়েছে।
- ১৬ থেকে ৩৯ বছর বয়সী সকল অস্ট্রেলিয়ান এখন অফিসিয়ালি ফাইজার ভ্যাকসিন লাগানোর উপযুক্ততা পেয়েছেন।
Source: ALC
কোভিড-১৯ মিথ (অতিকথা)
স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।
কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)
বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।
কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট
কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:
- নিউ সাউথ ওয়েলস and
- ভিক্টোরিয়া , and
- এসিটি and
- নর্দার্ন টেরিটোরি and
- কুইন্সল্যান্ড and
- সাউথ অস্ট্রেলিয়া and
- ট্যাসমানিয়া and
- ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া and
আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে ক্লিক করুন।
আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য এর সর্বশেষ আপডেট দেখুন।
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন: , , , , , , .
নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন: