কোভিড-১৯ আপডেট: আন্তঃরাজ্য ভ্রমণকারীদের জন্য পিসিআর টেস্ট বাতিল করছে কুইন্সল্যান্ড

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ২৯ ডিসেম্বর ২০২১ এর আপডেট এটি।

Rapid antigen tests are available in supermarkets and pharmacies across Australia

Rapid antigen tests are available in supermarkets and pharmacies across Australia. Source: AAP/Lukas Coch

  • প্রিমিয়ার অ্যানেস্টেসিয়া প্যালাশে ঘোষণা করেছেন, কুইন্সল্যান্ডে প্রবেশের ক্ষেত্রে বাধ্যতামূলক পিসিআর টেস্টের যে শর্ত রয়েছে তা আগামী ১ জানুয়ারি ২০২২ থেকে বাতিল করা হবে। র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টিংয়ের প্রতি আনুকূল্য দেখাতে এই সিদ্ধান্ত।
  • বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে সভায় মিলিত হতে যাচ্ছে ন্যাশনাল কেবিনেট। নববর্ষ উদযাপনকে সামনে রেখে দেশ জুড়ে কোভিড-১৯ টেস্টিংয়ের প্রয়োজনীয়তার বিষয়টি আলোচিত হবে।
  • নিউ সাউথ ওয়েলসে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। গতকাল এ অঙ্গ-রাজ্যটিতে ১১,২০১ টি কোভিড-সংক্রমণ সনাক্ত করা হয়েছে।
  • ভিক্টোরিয়া তাদের সর্বোচ্চ সংখ্যক কেস রেকর্ড করেছে। আগামী জানুয়ারি থেকে ভিক্টোরিয়ার বাসিন্দারা বিনামূল্যে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানোর সুযোগ পাবেন।
  • সাউথ অস্ট্রেলিয়ায় প্রবেশের ক্ষেত্রে শর্ত পরিবর্তন করায় ভিক্টোরিয়ার সীমান্তবর্তী শহরগুলোতে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের উপকরণ ফুরিয়ে গেছে।
  • ট্রেসিং ও টেস্টিং উপকরণের ঘাটতির কারণে বেশ কিছু এক্সপোজার সাইটের ঝুঁকি নিরূপণ করা কমিয়ে দিয়েছে এসিটি হেলথ।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে স্বাস্থ্য কর্মকর্তাগণ অ্যাসিম্পটম্যাটিক বা লক্ষণ-বিহীন কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তিদের জন্য আইসোলেশন বা নির্জনবাসের সময়সীমা অর্ধেক করে ১০ দিন থেকে ৫ দিনে কমিয়ে দিয়েছে। কর্মী-সঙ্কটের কারণে এই উদ্যোগ।

কোভিড-১৯পরিসংখ্যান

  • নিউ সাউথ ওয়েলসে ১১,২০১ টি নতুন কোভিড-১৯ কেস সনাক্ত, তিন জনের মৃত্যু।
  • ভিক্টোরিয়ায় ৩,৭৬৭ টি নতুন কেস সনাক্ত, পাঁচ জনের মৃত্যু।
  • কুইন্সল্যান্ডে ১,৫৮৯ টি কমিউনিটি কেস সনাক্ত।
  • সাউথ অস্ট্রেলিয়ায় ১,৪৭১ টি নতুন সংক্রমণ সনাক্ত।
  • এসিটি-তে ২৫২ টি নতুন কোভিড-১৯ কেস সনাক্ত।
  • টাসম্যানিয়ায় কোভিড-১৯ এর ৫৫ টি নতুন কেস সনাক্ত।
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধি-নিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই 

কোয়ারেন্টিন, ভ্রমণ এবং টেস্টিং

 কোভিড-১৯ ভ্রমণ-বিষয়ক তথ্যাবলী
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Follow SBS Bangla on .

Share
Published 29 December 2021 2:19pm
Presented by Sikder Taher Ahmad


Share this with family and friends