- প্রিমিয়ার অ্যানেস্টেসিয়া প্যালাশে ঘোষণা করেছেন, কুইন্সল্যান্ডে প্রবেশের ক্ষেত্রে বাধ্যতামূলক পিসিআর টেস্টের যে শর্ত রয়েছে তা আগামী ১ জানুয়ারি ২০২২ থেকে বাতিল করা হবে। র্যাপিড অ্যান্টিজেন টেস্টিংয়ের প্রতি আনুকূল্য দেখাতে এই সিদ্ধান্ত।
- বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে সভায় মিলিত হতে যাচ্ছে ন্যাশনাল কেবিনেট। নববর্ষ উদযাপনকে সামনে রেখে দেশ জুড়ে কোভিড-১৯ টেস্টিংয়ের প্রয়োজনীয়তার বিষয়টি আলোচিত হবে।
- নিউ সাউথ ওয়েলসে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। গতকাল এ অঙ্গ-রাজ্যটিতে ১১,২০১ টি কোভিড-সংক্রমণ সনাক্ত করা হয়েছে।
- ভিক্টোরিয়া তাদের সর্বোচ্চ সংখ্যক কেস রেকর্ড করেছে। আগামী জানুয়ারি থেকে ভিক্টোরিয়ার বাসিন্দারা বিনামূল্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানোর সুযোগ পাবেন।
- সাউথ অস্ট্রেলিয়ায় প্রবেশের ক্ষেত্রে শর্ত পরিবর্তন করায় ভিক্টোরিয়ার সীমান্তবর্তী শহরগুলোতে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের উপকরণ ফুরিয়ে গেছে।
- ট্রেসিং ও টেস্টিং উপকরণের ঘাটতির কারণে বেশ কিছু এক্সপোজার সাইটের ঝুঁকি নিরূপণ করা কমিয়ে দিয়েছে এসিটি হেলথ।
- মার্কিন যুক্তরাষ্ট্রে স্বাস্থ্য কর্মকর্তাগণ অ্যাসিম্পটম্যাটিক বা লক্ষণ-বিহীন কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তিদের জন্য আইসোলেশন বা নির্জনবাসের সময়সীমা অর্ধেক করে ১০ দিন থেকে ৫ দিনে কমিয়ে দিয়েছে। কর্মী-সঙ্কটের কারণে এই উদ্যোগ।
কোভিড-১৯পরিসংখ্যান
- নিউ সাউথ ওয়েলসে ১১,২০১ টি নতুন কোভিড-১৯ কেস সনাক্ত, তিন জনের মৃত্যু।
- ভিক্টোরিয়ায় ৩,৭৬৭ টি নতুন কেস সনাক্ত, পাঁচ জনের মৃত্যু।
- কুইন্সল্যান্ডে ১,৫৮৯ টি কমিউনিটি কেস সনাক্ত।
- সাউথ অস্ট্রেলিয়ায় ১,৪৭১ টি নতুন সংক্রমণ সনাক্ত।
- এসিটি-তে ২৫২ টি নতুন কোভিড-১৯ কেস সনাক্ত।
- টাসম্যানিয়ায় কোভিড-১৯ এর ৫৫ টি নতুন কেস সনাক্ত।
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধি-নিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই ।
কোয়ারেন্টিন, ভ্রমণ এবং টেস্টিং
কোভিড-১৯ ভ্রমণ-বিষয়ক তথ্যাবলী
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন: , , , , , , .
নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: