কোভিড-১৯ আপডেট: এই সপ্তাহে কুইন্সল্যান্ডে ক্লোজ কন্টাক্ট ও কোয়ারান্টিন বিধিনিষেধ শিথিল হতে যাচ্ছে

অস্ট্রেলিয়ার কোভিড-১৯ আপডেট: ২৫ এপ্রিল ২০২২

Queensland to ease isolation requirement for close contacts and quarantine requirements for unvaccinated travellers from 28 April. (file)

Queensland to ease isolation requirements for close contacts of COVID-19 cases and quarantine requirements for unvaccinated travellers from 28 April. (file) Source: AAP Image/Russell Freeman)

আজ সোমবার অস্ট্রেলিয়ায় কোভিড মৃত্যুর সংখ্যা ও নতুন সংক্রমণের হার হ্রাস পেয়েছে। নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়ায় চারটি এবং কুইন্সল্যান্ডে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

অস্ট্রেলিয়ার সর্বশেষ কোভিড-১৯ সংক্রমণের হার, হাসপাতালে ভর্তি ও মৃত্যুর খবর জানতে
২৮ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে কুইন্সল্যান্ডের অধিবাসীদের আর কোয়ারান্টিন করার প্রয়োজন হবে না, যতক্ষণ পর্যন্ত তারা/তাদের:

  • কোনও কোভিড-১৯ উপসর্গ দেখা যাবে না
  • ক্লোজ কন্টাক্ট হওয়ার দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত একদিন পর পর কোভিড পরীক্ষার ফল যদি নেগেটিভ আসে ( প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম দিন)
  • বাড়ির বাইরে সাতদিন মাস্ক পরিধান করে থাকে
  • সাতদিনের জন্যে যদি কোনও উচ্চ কোভিড ঝুঁকির জায়গায় না যায়। যেমন- হাসপাতাল, বয়স্কসেবাদান কেন্দ্র, ডিজএবিলিটি অ্যাকোমোডেশান সার্ভিসসমূহ, সংশোধনকেন্দ্র এবং ডিটেনশান সেন্টার
  • কর্মক্ষেত্রে জানিয়ে দেয় তারা ক্লোজ কন্টাক্ট এবং সম্ভব হলে বাড়ি থেকে কাজ করে
কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি, নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়ার পরে পরবর্তী রাজ্য হিসেবে সাউথ অস্ট্রেলিয়া আগামী ৩০ এপ্রিল তাদের ক্লোজ কন্টাক্ট আইসোলশনের বিধিনিষেধ শিথিল করতে পারে।

নিউ সাউথ ওয়েলস আজ থেকে দৈনিক কোভিড পরিসংখ্যান নিয়ে সংবাদমাধ্যমে তাদের বিবৃতি দেয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এটিকে অনেকেই কোভিড পরবর্তী স্বাভাবিক জীবনে ফিরে আসার একটি লক্ষণ বলে মনে করছেন।

কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধিনিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই 

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .



প্রতিটি স্টেট ও টেরিটোরিতে কোভিড-১৯ টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:



আপনি যদি র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র‍্যাট) করে পজিটিভ হন, তাহলে এখানে নিবন্ধন করুন: 



অস্ট্রেলিয়ায় আপনি কী করতে পারবেন এবং কী করতে পারবেন না সেসব সম্পর্কে জানতে দেখুন:

আর্থিক সহায়তার প্রয়োজন হলে দেখুন: 

আপনার ভাষায় কোভিড-১৯ বিষয়ক বিভিন্ন পরিভাষা সম্পর্কে জানতে দেখুন: 



এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন:  

আমাদেরকে অনুসরণ করুন 

Share
Published 25 April 2022 5:39pm
Presented by Tareq Nurul Hasan
Source: SBS News


Share this with family and friends