- প্রাদুর্ভাব শুরুর পর নিউ সাউথ ওয়েলসে সর্বোচ্চ ২৩৯ জন নতুন রোগী সনাক্তের রেকর্ড।
- ভিক্টোরিয়া এখনো একটি অজ্ঞাত উৎস থেকে সনাক্তের বিষয়ে তদন্ত করছে।
- সাউথ অস্ট্রেলিয়ায় দুটি কেইস সনাক্ত।
- কুইন্সল্যান্ডে আরো এক সপ্তাহ বাধ্যতামূলক মাস্ক পড়তে হবে।
নিউ সাউথ ওয়েলস
নিউ সাউথ ওয়েলস আজ নতুন সনাক্ত সংখ্যা রেকর্ড করেছে ২৩৯টি এবং দুজনের মৃত্যু হয়েছে - যাদের একজন নারী নব্বইয়ের কোঠায় এবং একজন পুরুষ আশির কোঠায়। দুজনেই দক্ষিণ-পশ্চিম সিডনির বাসিন্দা।
সনাক্তদের ১২৬ জনের সংক্রমণ উৎস তদন্ত করা হচ্ছে, এবং ৮১ জন এর আগে সংক্রমণশীল অবস্থায় আইসোলেশনে বা বিচ্ছিন্ন ছিলেন।
প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিকলিয়ান বলেছেন, আটটি লোকাল গভর্নমেন্ট এলাকা ফেয়ারফিল্ড, ক্যান্টারবেরি-ব্যাংকসটাউন, লিভারপুল, কাম্বারল্যান্ড, ব্ল্যাকটাউন, পারামাটা, ক্যাম্পবেলটাউন, এবং জর্জেস রিভার - এই এলাকাগুলোর বাসিন্দাদের নিয়ে তারা উদ্বিগ্ন, তাদের নিজ বাড়ি ছেড়ে ৫ কিলোমিটারের বেশি যেতে দেয়া হবে না।
নিউ সাউথ ওয়েলসের সর্বত্র মাস্ক না পড়লে জরিমানা ২০০ ডলার থেকে বাড়িয়ে ৫০০ ডলার করা হয়েছে। কাল থেকে বার বার নিয়ন্ত্রণবিধি না মানা ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়ার ক্ষমতা পুলিশকে দেয়া হচ্ছে।
ভিক্টোরিয়া
রাজ্যে ছয়টি নতুন কেইস রেকর্ড করা হয়েছে। সকল কেইসগুলো চলতি ডেল্টা ভ্যারিয়েন্ট সংশ্লিষ্ট, এবং তারা সংক্রমণশীল অবস্থায় কোয়ারেন্টিনে ছিলেন।
স্বাস্থ্য কর্তৃপক্ষ রহস্যজনক একজন সনাক্ত রোগীর বিষয়ে এখনো তদন্ত করছেন।
গত ২৪ ঘন্টায় অস্ট্রেলিয়া জুড়ে
সাউথ অস্ট্রেলিয়া দুটি নতুন স্থানীয় উৎস থেকে সংক্রমিত কেইস সনাক্ত করেছে, তারা দুজনেই সংক্রমণশীল অবস্থায় কোয়ারেন্টিনে ছিলেন।
দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডের ১১টি লোকাল গভর্নমেন্ট এলাকার বাসিন্দাদের আরো এক সপ্তাহ মাস্ক পড়ার নির্দেশনা দেয়া হয়েছে।
কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট
কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:
- নিউ সাউথ ওয়েলস and
- ভিক্টোরিয়া , and
- এসিটি and
- নর্দার্ন টেরিটোরি and
- কুইন্সল্যান্ড and
- সাউথ অস্ট্রেলিয়া and
- ট্যাসমানিয়া and
- ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া and
আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে ক্লিক করুন।
আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য এর সর্বশেষ আপডেট দেখুন।
আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন: , , , , , , .
নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:
আরও দেখুন: