কোভিড-১৯ আপডেট: সিডনিতে নতুন ওয়াক-ইন ভ্যাকসিন ক্লিনিক চালু হয়েছে

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ২৭ জুলাই, ২০২১ এর আপডেট এটি।

Polisi waonekana nje ya jengo ambalo liko chini ya makatazo yakutoka, katika mtaa wa Devitt Street, katika kitongoji cha Magharibi Sydney cha Blacktown

Polisi waonekana nje ya jengo ambalo liko chini ya makatazo yakutoka, katika mtaa wa Devitt Street, katika kitongoji cha Magharibi Sydney cha Blacktown Source: AAP Image/Mick Tsikas

  • ওয়েস্টার্ন সিডনিতে ওয়াক-ইন ভ্যাকসিন ক্লিনিক চালু হয়েছে।
  • ভিক্টোরিয়া ও সাউথ অস্ট্রেলিয়ায় মাঝ রাতে লকডাউন শেষ হচ্ছে।
  • সাউথ অস্ট্রেলিয়া ও কুইন্সল্যান্ডে নতুন কোনো কেস নেই।
  • ষাটোর্ধ্ব ব্যক্তিদের টিকাগ্রহণের হার উদ্বেগজনকভাবে অনেক কম।

নিউ সাউথ ওয়েলস

নিউ সাউথ ওয়েলসে স্থানীয়ভাবে সংক্রমিত ১৭২টি নতুন করোনাভাইরাস কেস সনাক্ত করা হয়েছে। এদের মধ্যে কমপক্ষে ৬০ জন সংক্রমিত অবস্থায় কমিউনিটিতে ছিলেন।

এন-এস-ডব্লিউ হেলথ ৪০ বছর ও তদূর্ধ্ব বয়সী সকল কমিউনিটি সদস্যদেরকে অ্যাস্ট্রাজেনিকা কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের সুযোগ দিচ্ছে।

প্রিমিয়ার গ্লাডিস বেরেজিক্লিয়ান বলেন, আগামীকাল থেকে ১৮ বছরের বেশি বয়সীরা কাছ থেকে অ্যাস্ট্রাজেনিকা কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। যত দ্রুত সম্ভব টিকাগ্রহণের জন্য সকলের প্রতি তিনি আহ্বান জানান।

ভিক্টোরিয়া

ভিক্টোরিয়ায় স্থানীয়ভাবে সংক্রমিত ১০টি নতুন কেস সনাক্ত করা হয়েছে। সংক্রমণ-কালে এরা সবাই কোয়ারেন্টিনে ছিলেন। রাজ্যটির পঞ্চম এই লকডাউনটি আজ রাত ১১:৫৯ পিএম এ শেষ হবে। তবে, আরও দু’সপ্তাহ জুড়ে কিছু নিষেধাজ্ঞা জারি থাকবে।

ভিক্টোরিয়ানরা তাদের বাড়িতে দর্শনার্থীদের গ্রহণ করতে পারবেন না। গণ-জমায়েতগুলোতে সর্বোচ্চ লোক-সংখ্যা ১০ জনে সীমিত করা হয়েছে। আর, বাধ্যতামূলক ফেস মাস্ক পরিধানের নিয়ম জারি রয়েছে। সর্বশেষ কোভিড-১৯ নিষেধাজ্ঞাগুলো দেখুন

অস্ট্রেলিয়া জুড়ে বিগত ২৪ ঘণ্টায়

  • নিউ সাউথ ওয়েলসের সঙ্গে ভিক্টোরিয়ার ক্রস-বর্ডার বাবল অ্যারেঞ্জমেন্টে ওয়াগা ওয়াগা, হেই, লকহার্ট এবং মারামবিজি আর অন্তর্ভুক্ত নয়।
  • কমনওয়েলথ-এর তথ্য অনুসারে, ষাটোর্ধ্ব ব্যক্তিদের মাত্র ১৫ শতাংশ পুরোপুরি টিকাগ্রহণ করেছেন।

কোভিড-১৯ মিথ (অতিকথা)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

Follow SBS Bangla on .

Share
Published 27 July 2021 2:03pm
By SBS/ALC Content
Presented by Sikder Taher Ahmad
Source: SBS


Share this with family and friends