পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টটি দাপটের সঙ্গে জিতে নিল অস্ট্রেলিয়া।
জয়ের জন্য সোমবার ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৮৫ রান। ম্যাচ বাঁচাতে কাটিয়ে দিতে হতো দিনটি। হাতে ছিল পুরো দশ উইকেট। বিনা উইকেটে ১৩ রান নিয়ে দিনটি শুরু করে স্বাগতিকরা। কিন্তু, দ্বিতীয় ওভারেই হারায় ররি বার্নসকে। কামিন্সের বলে গালিতে ক্যাচ নেন লায়ন। ররি বার্নস অবশ্য প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন।এরপর অবশ্য উইকেটে থিতু হয়েছিলেন জেসন রয় ও জো রুট। কিন্তু বাজে শট খেলতে গিয়ে লায়নের বলে বোল্ড হন জেসন।
Australia's Steve Smith celebrates reaching his century during day four of the Ashes Test match at Edgbaston, Birmingham. Sunday August 4, 2019. Source: Nick Potts/PA Wire.
পঞ্চম দিনে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের জন্য ত্রাস ছড়ান লায়ন। এই অভিজ্ঞ স্পিনারকে সামলাতে গিয়ে হিমসিম খায় ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। এদিকে বল হাতে প্যাট কামিন্সও জ্বলে ওঠেন, ৩২ রানে ৪ উইকেট নেন তিনি। আর, ৪৯ রানে ৬ উইকেট এবং পুরো ম্যাচে ৯ উইকেট নিয়ে টেস্টে সাড়ে তিনশ উইকেটের মাইল ফলক অতিক্রম করেন নাথান লায়ন। এক্ষেত্রে অস্ট্রেলিয়ার চতুর্থ বোলার তিনি এবং ক্রিকেট বিশ্বের তৃতীয় অফ স্পিনার তিনি যারা টেস্টে সাড়ে তিনশ উইকেট সংগ্রহ করেছেন।
এই টেস্টের প্রথম ইনিংসে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া করেছিল ২৮৪ রান। জবাবে প্রথম ইনিংসে ইংল্যান্ড করে ৩৭৪ রান। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ৪৮৭ রান করে ইনিংস ঘোষণা করে। আর, ৩৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। ফলে অস্ট্রেলিয়া ২৫১ রানে জয়ী হয়।
জোড়া সেঞ্চুরি করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন স্টিভেন স্মিথ।
প্রায় দেড় যুগ পর এজবাস্টনে টেস্ট জিতল অস্ট্রেলিয়া। ২০০৫ সালের পর ইংল্যান্ডে অ্যাশেজ জিরিজে প্রথমবারের মতো প্রথম টেস্ট জিতল অস্ট্রেলিয়া।Follow SBS Bangla on .
Australia's Nathan Lyon takes the wicket of England's Jason Roy during day five of the Ashes Test match at Edgbaston, Birmingham. Monday August 5, 2019. Source: Nick Potts/PA Wire.