সিডনির ক্যাম্বেলটাউনে পিঠা উৎসব

Abdul Jalil

Source: Supplied

৪ আগস্ট রবিবার সিডনির ক্যাম্বেলটাউনে অনুষ্ঠিত হয়ে গেল দেশীয় ঐতিহ্যের পিঠা উৎসব। ইঙ্গেলবার্নের গ্রেগ পার্সিভাল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই দিন-ব্যাপী উৎসবে অংশ নেন প্রায় ৭০০-৮০০ লোক। আয়োজক ছিল ক্যাম্বেলটাউন বাংলা স্কুল।এবারের প্রস্তুতি নিয়ে উৎসবের আগে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের প্রেসিডেন্ট আব্দুল জলিল।


অস্ট্রেলিয়ায় মাতৃভাষা, বাংলা সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য ধারণ ও চর্চার পাশাপাশি আবহমান বাংলার খাদ্য তালিকার অপরিহার্য অনুষঙ্গ পিঠাপুলিকে নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিতে চায় সিডনির ক্যাম্বেলটাউন বাংলা স্কুল।

দেশ ছেড়ে আসা পিঠার স্বাদ-বঞ্চিত বাঙালির রসনা তৃপ্ত করতে এবং বাংলা স্কুলের সার্বিক উন্নয়নে তহবিল সংগ্রহ করতে গত ৪ঠা আগস্ট রবিবার সিডনির গ্রেগ পারসিভাল কমিউনিটি হল, ইংগেলবার্নে বসেছিল এবারের পিঠা উৎসবের আসর। বিগত বছর গুলিতে পিঠা উৎসবের ব্যাপক সাড়া পাওয়ার প্রেক্ষিতে এবারই প্রথম এই  উৎসব স্কুল প্রাঙ্গনের বাইরে আয়োজিত হয়।

পিঠা উৎসবের পুরো সময় জুড়ে ছাত্রছাত্রী, স্কুলের নিজস্ব শিল্পী এবং সিডনির প্রখ্যাত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়। শুরুতেই স্কুলের ছাত্রছাত্রীদের একটি আকর্ষণীয় পরিবেশনা উপস্থিত সবাইকে মোহমুগ্ধ করে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সেরা বাঙালি সাজের জন্য পুরস্কার এবং রাফেল ড্র।
Campbelltown Bangla School
Source: Facebook
আব্দুল জলিলের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share